কলকাতাঃ দুর্গাপুজো নিয়ে ভুয়ো খবর ছড়ানোকে কেন্দ্র করে গ্রেফতার দুই। ধৃতদের নাম শুভ্রজিৎ চট্টোপাধ্যায় ও রাজু বিশ্বাস। এদের মধ্যে শুভ্রজিৎ থাকে বরাহনগরে এবং রাজু ঘোলার বাসিন্দা। দুজনেরই বিরুদ্ধে ইতিমধ্যে ৫০৫ ধারায় মামলা রুজু হয়েছে।
পুজোর বাকি আর মাত্র ৪৫ দিন। কিন্তু করোনা আবহে কি করে আয়োজন হবে দুর্গাপুজোর সেই নিয়ে প্রথম থেকেই অনেকের মনে অনেক প্রশ্ন। আর এই ঘটনার ভিত্তিতে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার নাকি সিদ্ধান্ত নিয়েছে, পঞ্চমী থেকে একাদশী, বিকেল পাঁচটার পর থেকে ভোর চারটে পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে।
এমনকি ঠাকুর দেখার ক্ষেত্রে চলবে একাধিক নিয়ম। আর এই পোস্ট হোয়াটসঅ্যাপ ফেসবুক দ্বারা সবার কাছে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা সমস্যা। উল্লেখ্য, গতকাল নবান্নে এই ভুয়ো খবর প্রসঙ্গে চড়া ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, জানান, ”ফেক আইটি সেল, নামটা করে বলতে চাই না। সরকার ছাড়া রটিয়ে দিয়েছে, দুর্গাপুজোয় কাউকে রাতে বেরোতে দেওয়া হবে না।
আমি বলি এরা কোন হরিদাসপাল, কোন গর্দশিক্ষিতের দল কোন অশিক্ষিতের দল! সরকার ক্লাবগুলিকে নিয়ে দুর্গাপুজোর বৈঠক করে। অতিমারির জেরে পয়লা বৈশাখ, গণপতি, ইদ, মহরম কোনও উৎসবই পালিত হয়নি। দুর্গাপুজোর দেরি আছে। করোনা পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। দুর্গাপুজোকে নিয়ে অবহেলা করে, অসম্মান করে। বাংলার দুর্গাপুজো জাতীয় উৎসব। মানুষে মানুষে দাঙ্গা করার কথা বলছেন। তাঁরা কিন্তু রেহাই পাবেন না