জঙ্গল সাফারি বলতে আমরা এক রোমাঞ্চকর ট্রাভেল এর কথা মনে পড়ে। চিড়িয়াখানায় বন্ধ অবস্থায় আমরা অনেক পশুপাখি দেখে থাকি। কিন্তু জঙ্গলে বন্যপ্রাণী দেখার মজাই আলাদা। জঙ্গল সাফারি মধ্যে আলাদা একটি রহস্য রোমাঞ্চ লুকিয়ে আছে। এবং জঙ্গল সাফারিতে হয়ে থাকে নানা ধরনের অভিজ্ঞতা। জঙ্গলে মনের আনন্দে নিজের রাজত্বে ঘুরে বেড়াচ্ছে বন্যপ্রাণীরা এবং করছে নানান ধরনের আচরণ যা দেখে মন ভরে যায় পর্যটকদের। তবে যারা জঙ্গল সাফারি করে উঠতে পারে না তারাও বর্তমানে বন্যপ্রাণীদের আচরণ দেখা থেকে পিছিয়ে থাকে না সোশ্যাল মিডিয়ার দৌলতে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় একের পর এক ভিডিও। ভিডিওর মাধ্যমে মানুষ আজকাল ঘরে বসেই দেখতে পায় জঙ্গলে বন্য প্রাণীদের বিভিন্ন রকম আচরণ। এইজন্যেই মানুষের অজানা কাহিনী সন্ধান একমাত্র সোশ্যাল মিডিয়ায় দিতে পারে। এবং অন্যতম বিনোদনের মাধ্যম সোশ্যাল মিডিয়া।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। ভিডিওতে দুটি স্ট্রাইপড বাঘ জঙ্গলের দুপাশে হাঁটতে দেখা গেছে। প্রথম দর্শনে, একজন পর্যটক তার ক্যামেরায় দৃশ্যটি ক্যাপচার করছিলেন। হঠাৎ দুটি বাঘের মধ্যে মুখোমুখি সংঘর্ষ শুরু হয়। উত্তেজিত, পর্যটক ক্যামেরা বন্ধ না করে পুরো দৃশ্যটি ক্যাপচার করলেন।দেখা গেল তারা একে অপরের সাথে মারাত্মকভাবে গর্জনের সাথে লাফিয়ে ঝাঁপিয়ে লড়াই শুরু করে। জঙ্গলের মধ্যেই চলছে দুটি হিংস্র বাঘের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এই ভয়াবহ ভিডিও টি সোশ্যাল মিডিয়াতে আসতেই নেটিজেনদের মধ্যে এক আলোড়ন সৃষ্টি হয় এবং ঝড়ের গতিতে ভিডিওটি ভাইরাল হয়।
Clash of the titans. Only from India. Best thing you will watch. Received via whatsapp. pic.twitter.com/36qqvhkG5F
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) January 19, 2021
ভারতীয় বন পরিষেবা কর্মকর্তা প্রবীণ কাসওয়ান তার টুইটার অ্যাকাউন্ট থেকে রোমাঞ্চকর ভিডিওটি ভাগ করেছেন এবং তিনি ক্যাপশনে লিখেছেন, “টাইটান্সের সংঘর্ষ”। খুব সম্ভবত তিনি এই ভিডিওটি তার হোয়াটসঅ্যাপ থেকে সংগ্রহ করেছে বলে জানা যায়।