Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আজ মহারাষ্ট্রে মন্ত্রিসভা গঠন, উদ্ধব ঠাকরের পুত্র আদিত্যর চমকপ্রদ প্রবেশ

সোমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের মন্ত্রিসভার সম্প্রসারণ হওয়ার কথা ঠিক হয়েছে। সূত্র থেকে জানা গেছে যে ওরলির শিবসেনা বিধায়ক আদিত্য ঠাকরেও সোমবার মন্ত্রী হিসেবে শপথ নেবেন। পরিষদ ও রাজ্য পদমর্যাদাসহ…

Avatar

সোমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের মন্ত্রিসভার সম্প্রসারণ হওয়ার কথা ঠিক হয়েছে। সূত্র থেকে জানা গেছে যে ওরলির শিবসেনা বিধায়ক আদিত্য ঠাকরেও সোমবার মন্ত্রী হিসেবে শপথ নেবেন। পরিষদ ও রাজ্য পদমর্যাদাসহ মোট ৩৬ জন মন্ত্রী মহারাষ্ট্রের গভর্নর বিএস কোশিয়ারির নেতৃত্বে দুপুর ১ টায় শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে। তবে মহারাষ্ট্রের উপ-মূখ্যমন্ত্রী হিসেবে সকলের নজর রয়েছে এনসিপি নেতা অজিত পাওয়ারের দিকে।

কংগ্রেসের এর তরফ থেকে জানা গেছে তাদের ৮ জন নেতা পরিষদ মন্ত্রীর পদে শপথ নেবেন, তারা হলেন অশোক চবন, অমিত দেশমুখ, আসলাম শেখ, যশোমতী ঠাকুর, বর্ষা গায়কয়ার, সুনীল কেদার, কেসি পদ্বী এবং বিজয় ওয়াদেটিয়ার। রাজ্য মন্ত্রী হিসেবে বিশ্বজিৎ কদম এবং সতেজ পাটিল মন্ত্রীত্ব লাভ করবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : মোদীর বিরুদ্ধে লড়াইয়ে মমতার পাশে সোনিয়া গান্ধী

এছাড়া গুলাব রাও পাতিল, আবদুল সাত্তার, দাদা ভূসেম সঞ্জয় রায়মুলকর, বাচ্চু কদু, রাহুল পাটিল, রাহুল পাটিল, প্রদীপ জয়সওয়াল, শ্রীনিবাস ওয়াঙ্গা, রবীন্দ্র ওয়াইকার, সুনীল রাউত, তানাজি সাওয়ান্ত, শম্ভুরাজে দেশাই, ভাস্কর যাদব, দীপক কেশকার, আশিস জয়সওয়াল এবং সঞ্জয় রাঠোর শিবসেনার তরফ থেকে মন্ত্রীর পদে শপথ নেবেন।

সুত্র থেকে আরও জানা গেছে যে এনসিপি থেকে আজ অজিত পাওয়ার, দিলীপ ভালসে পাটিল, রাজেশ তোপে, অনিল দেশমুখ, রাজেন্দ্র সিগনে, নবাব মালিক, জিতেন্দ্র আহওয়াদ, ধনঞ্জয় মুন্ডে, বালাসাহেব পাটিল, দত্ত ভার্নে ও অদিতি তাতকরে শপথ নেবেন।

About Author