যাদের কাছে এখন আধার কার্ড রয়েছে, তাদের জন্য এবারে সরকার নিয়ে এলো একটা দুর্দান্ত অফার। সরকার এবারে তাদের জন্য নিয়ে এলো সহজে আধার কার্ড আপডেট করার সুবিধা। এতদিন অবধি আধার কার্ড আপডেট করতে হলে, আপনাকে কমপক্ষে ৫০ টাকা খরচ করতে হতো আর আপনাকে আধার কেন্দ্রে গিয়ে এই কাজটা করতে হতো। তবে এবার আপনার জন্য রয়েছে একটা বড় সুযোগ। এবারে আপনারা বাড়িতে বসেই এই কাজটা করতে পারবেন। পাশাপাশি আপনার কোনো টাকা খরচ হবেও না। সব মিলিয়ে আপনার জন্য এটা একটা দারুন স্কিম যা বর্তমানে নিয়ে এসেছে সরকার।
১৪ সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে সুযোগ
UIDAI মার্চ মাসে আধার কার্ডে বিনামূল্যে আপডেটের সুবিধা দিয়েছিল। তখন এই সুবিধা ছিল ৩ মাসের জন্য এবং পরে এই সুবিধা আরও ৩ মাসের জন্য বাড়ানো হয়। এখন আপনার কাছে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আধার কার্ড বিনামূল্যে আপডেট করার সুযোগ রয়েছে।
আপনাদের জানিয়ে রাখি, এই সুবিধা শুধুমাত্র আপনি এই কাজটা অনলাইনে বাড়িতে বসে করলেই পাবেন। সাইবার ক্যাফে থেকে করলে আপনাকে সেই টাকা দিতেই হবে। এমনিতে আধার কেন্দ্রে ব্যক্তিগত বিবরণ আপলোড করার জন্য আপনাকে ২৫ টাকা চার্জ দিতে হবে। এ ছাড়া আপনার থেকে কোনো টাকা নেওয়া হবে না। বর্তমানে মানুষ আধার কার্ডের মাধ্যমে ১৭০০ টিরও বেশি সরকারি সুবিধা গ্রহণ করছেন।
ঘরে বসেই এভাবে নথি আপলোড করুন –
১. প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/- এ যেতে হবে।
২. এর পরে আপনাকে আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে প্রাপ্ত আধার নম্বর এবং ওটিপি প্রবেশ করে লগইন করতে হবে।
৩. পরিচয় এবং ঠিকানার বিশদ বিবরণ আপনার প্রোফাইলে পূরণ করতে হবে।
৪. এবারে আপনকে ভুল বিবরণ সংশোধন করতে হবে।
৫. এরপর, আপনার বিবরণ সঠিক হলে ‘I verify that the above details are correct’-এ ক্লিক করুন।
৬. এবার আপনাকে ড্রপ-ডাউন মেনুতে যেতে হবে এবং আইডেন্টিটি ডকুমেন্টে ক্লিক করতে হবে।
৭. এবার আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে।
৮. ড্রপ-ডাউন মেনু থেকে আপনি যে নথিটি জমা দিতে চান তা নির্বাচন করুন।
৯. আপনার সম্মতি জমা দিন তাহলেই, আপনার নথি আপলোড করা হবে।