Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

উন্নাও গণধর্ষণ মামলার রায় ঘোষণা : আদালতে দোষী সাব্যস্ত বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার

Updated :  Monday, December 16, 2019 6:21 PM

২০১৭ সালে এক মহিলাকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ ওঠে বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে সেই যুবতী গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলে, কয়েকদিন পর গত বছর এপ্রিল মাসে বিজেপি বিধায়ককে গ্রেপ্তার করে পুলিশ।

সেই মামলায় কুলদীপ সেঙ্গারকে দোষী সাব্যস্ত করলো দিল্লির এক আদালত। তবে কুলদীপের সহযোগী শশী সিং-কে মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। আদালতের বক্তব্য, ‘কুলদীপ প্রভাবশালী ব্যক্তিত্ব। নির্যাতিতা মহিলা গ্রামে বসবাস করতেন। শহুরে শিক্ষিত শ্রেণীর না হওয়ার কারণে মামলা দায়ের করতে দেরী হয়েছিল তার। আদালত তার বক্তব্যকে সত্য বলে মনে করে। মহিলা যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন এবং মামলা করার কারণে বারবার হামলার মুখে পড়েছেন।’

আরও পড়ুন : ‘আমাদের সিদ্ধান্ত ১০০০ শতাংশ সঠিক’ নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে মন্তব্য প্রধানমন্ত্রীর

নির্যাতিতার বিরুদ্ধে প্রতিশোধের কথা উল্লেখ করে আদলতের পর্যবেক্ষণ মুখ্যমন্ত্রীকে চিঠিতে নিজের উপর হওয়া নির্যাতনের কথা জানানোর পর মহিলার পরিবারের সদস্যদের নামে বেশ কয়েকটি মামলা করা হয়। ফলে, প্রভাবশালী তকমা দিয়ে কুলদীপ সেঙ্গারকে দোষী সাব্যস্ত করে আদালত। আগামী ১৮ ডিসেম্বর এই মামলায় রায় ঘোষণা করার কথা।