নিউজব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

অল্প সময়ে বেশি লাভ, ইউনিয়ন ব্যাংকের 375 দিনের FD দিচ্ছে দারুণ ইন্টারেস্ট — Union Bank FD Scheme

অর্থ বিনিয়োগ নিয়ে দুশ্চিন্তা যাঁদের নিত্যসঙ্গী, তাঁদের জন্য সুখবর এনেছে ইউনিয়ন ব্যাংক অব ইন্ডিয়া। স্বল্প মেয়াদে ভালো রিটার্নের পাশাপাশি স্বাস্থ্য বিমার সুরক্ষা মিলছে নতুন একটি ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে। ৩৭৫ দিনের এই নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ইউনিয়ন ওয়েলনেস ডিপোজিট স্কিম, যা একসঙ্গে অর্থনৈতিক নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার সুযোগ দিচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

কী এই ৩৭৫ দিনের এফডি স্কিম?

ভারতে ফিক্সড ডিপোজিটকে এখনও অন্যতম নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়। আর্থিক সংস্থা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সম্প্রতি রেপো রেট কমানোর পর বিভিন্ন ব্যাঙ্ক তাদের এফডি সুদের হার কমালেও ইউনিয়ন ব্যাংক নতুন উদ্যোগে আলাদা জায়গা করে নিয়েছে। মাত্র ৩৭৫ দিনের জন্য এই এফডি খোলা যাবে এবং এতে সাধারণ বিনিয়োগকারীরা সর্বোচ্চ ৬.৭৫ শতাংশ সুদ পাবেন। প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে অতিরিক্ত ০.৫০ শতাংশ বোনাস সুদ, ফলে তাঁদের ক্ষেত্রে এটি দাঁড়াবে ৭.২৫ শতাংশে।

ন্যূনতম ও সর্বোচ্চ বিনিয়োগের শর্ত

এই স্কিমে বিনিয়োগের জন্য ন্যূনতম পরিমাণ ধরা হয়েছে ১০ লক্ষ টাকা, এবং সর্বোচ্চ সীমা নির্ধারিত হয়েছে ৩ কোটি টাকা। ১৮ বছর থেকে ৭৫ বছর বয়সি যে কোনও ভারতীয় নাগরিক এই সুবিধা নিতে পারবেন। তবে স্পষ্টভাবে জানানো হয়েছে, অপ্রবাসী ভারতীয়রা (NRI) এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন না।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

আর্থিক সুবিধার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা

এই প্রকল্পের বড় আকর্ষণ হল সুপার টপ-আপ হেল্থ ইন্স্যুরেন্স কভার, যা ৩৭৫ দিনের জন্য বৈধ থাকবে। এর আওতায় সর্বোচ্চ ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা দেওয়া হচ্ছে। পাশাপাশি রয়েছে ক্যাশলেস হাসপাতালাইজেশন সুবিধা। তবে মনে রাখতে হবে, যৌথ অ্যাকাউন্ট খোলা হলে কেবল মূল অ্যাকাউন্ট হোল্ডারই স্বাস্থ্য বিমার কভার পাবেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

অতিরিক্ত সুবিধা

  • বিনিয়োগকারীরা চাইলে লোন এগেইনস্ট এফডি সুবিধা নিতে পারবেন।

  • প্রিম্যাচিউর ক্লোজার বা নির্দিষ্ট সময়ের আগে এফডি ভাঙারও সুযোগ রয়েছে।

  • বিনিয়োগকারীদের দেওয়া হবে RuPay Select ডেবিট কার্ড, যাতে ডাইনিং, শপিং ও ফিটনেস সংক্রান্ত নানা অফার ও ডিসকাউন্ট যুক্ত থাকবে।

বিমার শর্ত

হেল্থ ইন্স্যুরেন্স কভার কেবল একবারই দেওয়া হবে এবং এফডি নবীকরণ করলে এটি স্বয়ংক্রিয়ভাবে বাড়বে না। বিমার মেয়াদ মূল এফডি-র মেয়াদ পর্যন্তই বৈধ থাকবে। তাই অ্যাকাউন্ট খোলার সময় একজন নোমিনির নাম দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Articles