নিউজরাজ্য

Durga Puja Pandel: কল্যানীতে মালয়েশিয়ার টুইন টাওয়ার, শিল্পীর হাতের জাদুতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শকরা

Advertisement

দুর্গাপূজা বাঙালির কাছে আবেগ। শহর থেকে মফস্বল মেতে ওঠেন মায়ের আগমনে। পুজোর চারটে দিনের জন্য সারাবছর ধরে অপেক্ষায় থাকেন সাধারণ মানুষ। জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, চিন্তা, অসুবিধা দূরে সরিয়ে রেখে চারটে দিন আনন্দে মেতে ওঠেন সকলে। আর তাকে ঘিরেই পুজোয় শুরু হয়ে যায় সেরার সেরা লড়াই। পুজোয় বাহারি থিম মানেই কলকাতার কথাই সবার প্রথম মাথায় আসে সকলের। তবে আজকের যুগে দাঁড়িয়ে কলকাতার বাইরের পুজোগুলো কম যাচ্ছে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় নদীয়ার একটি পুজো প্যান্ডেলের ছবি তুমুল ভাইরাল হয়েছে, যা দেখে মুগ্ধ সকলেই।

দু’বছর ধরে করোনার দাপটের পরেও চোখ রাঙানি কমেনি তার। তবে এবার সব বাধা অতিক্রম করে মালয়েশিয়ার কুয়ালালামপুরের টুইন টাওয়ারের আদলে দুর্গাপুজোর প্যান্ডেল বানিয়ে সকলকে চমকে দিয়েছে নদীয়ার কল্যাণীর এক জনপ্রিয় পুজো কমিটি। টুইন টাওয়ারের আদলে তৈরি হওয়া এই প্যান্ডেল এতটাই নিখুঁত হয়েছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা ছড়িয়ে পড়েছে দ্রুত গতিতে। বলাই বাহুল্য, সকলেই রীতিমতো প্রশংসা করছেন শিল্পীর।

শুধুমাত্র কলকাতাতেই যে চোখ ধাঁধানো পূজা প্যান্ডেল তৈরি হয় না, তা এবার প্রমাণ করে দিল নদীয়ার কল্যাণীর এই পূজা কমিটি। কুয়ালালামপুরের টুইন টাওয়ারের আদলে একেবারে হুবহু ১৪৮ ফুটের প্যান্ডেল তৈরি করে ফেলেছে এই পূজা কমিটি। আর এই প্যান্ডেল দেখার জন্যই দূর দূরান্ত থেকে লোকেরা ছুটে আসছেন। প্রশংসায় ভরাচ্ছেন পূজা কমিটির কর্মকর্তাদের পাশাপাশি এই প্যান্ডেলের সৃষ্টিকর্তাকেও। নিঃসন্দেহে অনেক পরিশ্রমের পরেই তৈরি করা গিয়েছে এই টুইন টাওয়ার। এই মুহূর্তে বিশ্বজিৎ ব্যানার্জীর সূত্র ধরেই সেই ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় তুমুল ভাইরাল হয়েছে। পৌঁছে গিয়েছে লাখো মানুষের কাছে, যা দেখে শুধুই প্রশংসা করছেন সকলে।

Related Articles

Back to top button