দেশনিউজ

JNU Update : মূর্তি ভাঙার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

Advertisement

অরূপ মাহাত: হোস্টেলের ফি বৃদ্ধির প্রতিবাদে ছাত্রছাত্রীদের আন্দোলন চলছিল কয়েকদিন ধরেই। পুলিশের জলকামান, র‍্যাফ কোন কিছুই থামাতে পারেনি তাদের। বুধবার সকালে আন্দোলনকারী সেই ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সামনে পৌঁছায়। সেদিনই সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ভেঙে ফেলে প্রশাসনিক ভবনের সামনে প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর মূর্তির উল্টোদিকে থাকা স্বামী বিবেকানন্দের মূর্তিটি।

জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ক্যাম্পাসে। ঘটনার নিন্দা করেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরা। এই ঘটনায় আন্দোলনকারী ছাত্রছাত্রীদের নাম জড়িয়ে প্রচার চালায় এবিভিপি। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ এই ঘটনায় চক্রান্তের অভিযোগ এনে বিবৃতি দেন।

অত্যন্ত নিন্দনীয় সেই ঘটনায় এবার মুখ খুললেন কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম জগদীশ কুমার জানালেন, মূর্তি ভাঙার ঘটনায় জড়িত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে এফআইআর করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কমিটি তদন্ত করবেন বলেও জানান তিনি। তিনি বলেন, ‘মূর্তি ভাঙার ঘটনায় জড়িত ছাত্রছাত্রীদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় এফআইআর করা হবে। এছাড়া আলাদাভাবে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি ঘটনার তদন্ত করবে।’

Related Articles

Back to top button