করোনার জেরে সম্পূর্ণ আড়াই মাস লক ডাউনের পর দেশ জুড়ে গত ১লা জুন আনলক-১ ঘোষণা করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে। এই আনলক-১ এর মেয়াদ আগামী ৩০শে জুন পর্যন্ত। তবে দেশে আনলক-১ ঘোষণা হওয়ার পর বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। খুলে যায় সরকারি ও বেসরকারি অফিস, ধর্মীয় স্থান, শপিং মল, রেস্তোরাঁ প্রভৃতি। তবে কনটেইনমেন্ট জোনে চলছে লক ডাউন। ৩০শে জুন পর্যন্ত আনলক-১ শেষ হওয়ার ফলে আগামী ১লা জুলাই আনলক-২ থেকে কি হবে সে বিষয়ে আগামী ৩০শে জুনই নয়া গাইডলাইন ঘোষণা হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।
কি কি পরিষেবা ফের চালু হবে সে বিষয়ে জানা না গেলেও অনুমান করা হচ্ছে আগামী পর্ব থেকে চলতে শুরু করতে পারে আন্তর্জাতিক বিমান পরিষেবা। তবে বিশেষ স্বাস্থ্যবিধি মেনে ও শর্তসাপেক্ষে চলবে আন্তর্জাতিক বিমান। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, আগামী ১৫ই জুলাই এর পর থেকে চালু হতে পারে আন্তর্জাতিক বিমান পরিষেবা। এদিকে গত শুক্রবার কেন্দ্রের তরফে জানান হয়েছে, আগামী ১৫ই জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।
তবে আগামী মধ্য জুলাই থেকে বিমান পরিষেবা সচলের বার্তা জিইয়ে রাখল সরকার। জানা গিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে জার্মানি, ব্রিটেন, আমেরিকা ও ফ্রান্সে চালু হতে পারে বিমান পরিষেবা। আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হতে পারে আগামী জুলাইয়ের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে। এদিকে আগামী ১লা জুলাই থেকে কলকাতায় শর্তসাপেক্ষে চলতে পারে মেট্রো। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধয়ায়েরও আপত্তি নেই বলে জানা গিয়েছে।