দেশনিউজ

অখিলেশের আমলে পদোন্নতি হওয়া চার অফিসারকে আগের পদে ফেরাল যোগী সরকার

Advertisement

উত্তরপ্রদেশ: মুখ্যমন্ত্রীর (Chief Minister) দায়িত্বে আসার পর থেকে একের পর এক বদল ঘটিয়েছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। কখনও রাজ্যের নাম পরিবর্তন তো কখনও প্রশাসনিক ব্যবস্থার বদল। সব মিলিয়ে খবরের শিরোনামে উঠে আসা উত্তরপ্রদেশের (Uttarpradesh) মুখ্যমন্ত্রী যেন রোজনামচা হয়ে গিয়েছে। আর এবার তিনি ঘটালেন আরও এক কাণ্ড। প্রমোশন পেয়ে পদে উন্নতি হওয়া চারজন সরকারি কর্মীকে আগের পদে ফেরালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

জানা গিয়েছে, নিয়ম ভেঙে প্রমোশন পাওয়া চার অতিরিক্ত জেলা তথ্য অফিসারকে আগের পদে ফিরিয়েছেন আদিত্যনাথ। তারা ছিলেন পিয়ন, ওয়াচমেন এবং সিনেমা অপারেটর কাম কমিউনিকেশন অ্যাসিস্ট্যান্ট পদে। ছ’বছর আগে অখিলেশ যাদবের আমলে এই চার অফিসারকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অফিসার পদে প্রমোশন দেওয়া হয়েছিল। কিন্তু সেই পদোন্নতি ছিল বেআইনি। আর তাই তড়িঘড়ি পদোন্নতি হওয়া চার অফিসারকে আগের পদে ফিরিয়ে নজিরবিহীন দৃষ্টান্ত রাখলেন যোগী আদিত্যনাথ।

চারজনের পদোন্নতির প্রেক্ষিতে এলাহাবাদ হাইকোর্টে প্রমোশনের আবেদন করেছিলেন তথ্য দফতরের এক হেল্পার। তিনি বলেছিলেন, সমান পদে চাকরি করা এই চার অফিসারের যদি পদোন্নতি হতে পারে, তাহলে তার ক্ষেত্রেও সেটা সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। আর এই মামলার পরিপ্রেক্ষিতেই দেখা যায় জনৈক চারজন অফিসারের পদোন্নতি হয়েছিল বেআইনিভাবে। আর এই খবর প্রকাশ্যে আসা মাত্রই তাদের পদস্খলন ঘটিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার।

Related Articles

Back to top button