Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুত ফ্রীতে দেবে রাজ্য সরকার, বাজেটে বড় ঘোষণা

Updated :  Monday, February 10, 2020 8:16 PM

আজ ঘোষিত হয়েছে রাজ্য বাজেট। আর রাজ্য বাজেটে বড় ঘোষণা হলো বিদ্যুৎ নিয়ে। আজ ঘোষিত রাজ্য বাজেটে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতে ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতো এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও বিদ্যুতে ছাড় দেবে বলে ঘোষণা করেছে। বিদ্যুতের মাশুল বেশি বলে এরাজ্যে অনেকবারই বিরোধীরা আন্দোলন করেছে, এবার সেই বিদ্যুতের ব্যবহারেই ছাড় দেওয়ার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

এদিন বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, ‘গত আট বছরে আমরা ৯৯.৯ শতাংশ মানুষের বাড়ি বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। এঁদের মধ্যে অনেকেই আছেন যারা খুবই গরিব, তারা বিদ্যুতের মাশুল মেটাতে পারেনা। তাই তাদের জন্য আমরা ‘হাসির আলো’ নামে একটি প্রকল্প আনতে চলেছি। এই প্রকল্পে যারা তিনমাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করবেন, তাঁদের সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে।’

আরও পড়ুন : নাগরিকদের মৌলিক অধিকার নয় ‘চাকরিতে সংরক্ষণ’, জানালো সুপ্রিমকোর্ট

এই প্রকল্পের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি আরও জানান, এই প্রকল্পের ফলে রাজ্যের ৩৫ লক্ষ মানুষ উপকৃত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। কিন্তু ভালো করে দেখলে দেখা যাচ্ছে, এই প্রকল্পে মধ্যবিত্তের আসলে কোন উপকারই হবেনা, কারণ বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারে এক মাসেই ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ পোড়ে।