UPI AI feature এবারে কথা বলেই হবে ইউপিআই পেমেন্ট, কিভাবে ব্যবহার করবেন রিজার্ভ ব্যাংকের নতুন সিস্টেম
খুব শীঘ্রই ইউপিআই পেমেন্টের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাকে মিশিয়ে দিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
ইউপিআই ব্যবহারকারীদের জন্য দারুন খবর। শীঘ্রই আপনি ইউপিআই পেমেন্টের সময় স্মার্টফোনে বারবার পিন প্রবেশ করা থেকে মুক্তি পেতে চলেছেন বলে জানিয়েছে আরবিআই। একটি নির্দেশিকায় rbi ইউপিআইকে সরাসরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাথে যুক্ত করবে বলে জানিয়েছে। এর ফলে এই নতুন ইন্টিগ্রেশন এর সাহায্যে আপনি কথা বলে যেকোনো জায়গায় ইউপিআই পেমেন্ট করতে পারবেন। এই সপ্তাহে বৃহস্পতিবার মনিটারি পলিসি কমিটির সিদ্ধান্ত সম্পর্কে তথ্য দিয়ে আরবিআই গভর্নর জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংক কথোপকথন এর মাধ্যমে অর্থ প্রদানের এই নতুন সুবিধা শুরু করতে চলেছে।
এই নতুন সুবিধার মাধ্যমে লেনদেনের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হবে। এক্ষেত্রে রাখা হবে একটি চ্যাট বট এবং এর সুবিধা নিয়ে স্মার্টফোন এবং ফিচার ফোনে আপনি ইউপিআই পেমেন্ট করতে পারবেন খুব সহজে। প্রাথমিকভাবে হিন্দি এবং ইংরেজি ভাষায় এটা লঞ্চ করা হলেও পরবর্তীকালে অন্যান্য ভাষায় এই সুবিধা পাওয়া যাবে। আরবিআই গভর্নর বলেছেন ডিজিটাল অর্থনীতিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর অংশীদারিত্ব বৃদ্ধি হচ্ছে ক্রমাগত। এই কারণেই এবারে ইউপিআইতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টিগ্রেশন ব্যবহার করা হবে কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে।
এই ব্যবস্থায় লেনদেন হবে সম্পূর্ণরূপে নিরাপদ। শীঘ্রই ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনকে এই সম্পর্কে একটি নির্দেশিকা দিতে চলেছে আর বি আই। আপনাদের জানিয়ে রাখি ইউপিআই সিস্টেমটি মূলত তৈরি করেছে এনপিসিআই এবং পরিচালনা করেও সেই সংস্থাটি।