নিউজদেশব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এই ব্যাঙ্ক UPI লেনদেনে ৭৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে, এরকম সুযোগ আর পাবেন না

UPI একটি ভার্চুয়াল পেমেন্ট সিস্টেম যা গ্রাহকদের তাদের মোবাইল ফোন ব্যবহার করে লেনদেন করার অনুমতি দেয়

Advertisement
Advertisement

আজকাল ভারতে টাকা লেনদেন ধীরে ধীরে ডিজিটাল হচ্ছে। ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরে প্রত্যেকেই আজকাল স্মার্টফোনের মাধ্যমে ব্যবহার করছেন UPI টাকা পেমেন্ট করার জন্য। আজকাল আমরা সবাই প্রতিদিন UPI অ্যাপের মাধ্যমে পেমেন্ট করি। GPay, PhonePe এবং Paytm-এর মতো অনেক অ্যাপ এখন ভারতের বাজারে জনপ্রিয়। বর্তমান সময়ে UPI লেনদেনের ওপর প্রচুর মানুষ নির্ভর করেন। UPI একটি ভার্চুয়াল পেমেন্ট সিস্টেম যা গ্রাহকদের তাদের মোবাইল ফোন ব্যবহার করে লেনদেন করার অনুমতি দেয়। এই UPI ব্যবহার করলে অনেক ধরনের ক্যাশব্যাক পাওয়া যায়।

Advertisement
Advertisement

ভারতের বেসরকারি খাতের ব্যাংক ডিসিবি ব্যাংক তাদের নতুন সেভিংস অ্যাকাউন্ট “হ্যাপি সেভিংস অ্যাকাউন্ট” চালু করেছে। এই অ্যাকাউন্টের মাধ্যমে ইউপিআই লেনদেন করলে গ্রাহকরা ৭৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। ডিসিবি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অ্যাকাউন্টের মাধ্যমে মাসিক ন্যূনতম ৫০০ টাকার ইউপিআই লেনদেন করলে গ্রাহকরা প্রতি মাসে ৬২৫ টাকা করে ক্যাশব্যাক পাবেন। অর্থাৎ, বছরে মোট ৭৫০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

Advertisement

এই ক্যাশব্যাক পেতে হলে অ্যাকাউন্টে ন্যূনতম ২৫,০০০ টাকার ব্যালেন্স থাকতে হবে। ক্যাশব্যাক প্রতি ত্রৈমাসিকে একবার অ্যাকাউন্টে জমা করা হবে। নতুন এবং পুরানো উভয় গ্রাহক এই অ্যাকাউন্টের সুবিধা নিতে পারবেন। তবে, পুরানো গ্রাহকদের তাদের বর্তমান অ্যাকাউন্টকে হ্যাপি সেভিংস অ্যাকাউন্টে আপগ্রেড করতে হবে। ক্যাশব্যাক ছাড়াও এই অ্যাকাউন্টের অন্যান্য সুবিধাগুলি হল আনলিমিটেড ফ্রি RTGS, NEFT এবং IMPS, পার্সোনাল ব্যাংকিং এবং ডিসিবি মোবাইল ব্যাংকিং। আর ডিসিবি ব্যাংকের যেকোনো এটিএম থেকে আনলিমিটেড ডেবিট কার্ড লেনদেন করতে পারবেন আপনি।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button