আপনি যদি PhonePe, Paytm বা Google Pay-এর মতো UPI অ্যাপ ব্যবহার করেন, তবে আপনার জন্য আসছে বড় পরিবর্তন। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ঘোষণা করেছে, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে একাধিক গুরুত্বপূর্ণ লেনদেন সীমা বাড়ানো হচ্ছে। ফলে সরকারি ই-মার্কেটপ্লেস থেকে ভ্রমণ কিংবা ব্যবসায়িক কাজে বড় অঙ্কের টাকা দেওয়া হবে আরও সহজ। নতুন নিয়ম অনুযায়ী, ব্যবহারকারীরা ১৫ সেপ্টেম্বর, ২০২৫ থেকে দিনে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। তবে সব ক্ষেত্রে এই সীমা প্রযোজ্য হবে না। NPCI জানিয়েছে, ব্যক্তি-থেকে-ব্যক্তি (P2P) ট্রান্সফারে আগের মতোই সর্বোচ্চ ১ লক্ষ টাকা সীমা বহাল থাকবে। কিন্তু ব্যক্তি-থেকে-ব্যবসায়ী (P2M) লেনদেনে বড়সড় বৃদ্ধি আনা হয়েছে। সরকারি কর পরিশোধ, ক্রেডিট কার্ড বিল, ব্যবসা বা ভ্রমণ-সংক্রান্ত খরচ—সব ক্ষেত্রেই সর্বোচ্চ সীমা করা হয়েছে ৫ লক্ষ টাকা।
একই সঙ্গে NPCI স্পষ্ট করেছে, ব্যাংকগুলি নিজেদের ঝুঁকি নীতি (Risk Policy) অনুসারে চাইলে এর চেয়ে কম সীমা নির্ধারণ করতে পারবে। অর্থাৎ গ্রাহকদের লেনদেনের সুবিধা আরও বাড়লেও, ব্যাংকের নীতির ওপর নির্ভর করে কিছু ক্ষেত্রে সীমা কমানো হতে পারে। ক্রেডিট কার্ড বিল পরিশোধের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে একবারে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড বিল মেটানো যাবে। এছাড়া প্রতিদিনের সর্বোচ্চ সীমা ধার্য হয়েছে ৬ লক্ষ টাকা। একইভাবে, ঋণ এবং ইএমআই পরিশোধের ক্ষেত্রেও প্রতি লেনদেনে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা এবং দিনে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা দেওয়ার সুবিধা থাকবে।
NPCI জানিয়েছে, এই নতুন পরিবর্তন মূলত ব্যক্তি-থেকে-ব্যবসায়ী (P2M) পেমেন্টকেই কেন্দ্র করে করা হয়েছে। ফলে ব্যবসা ও পরিষেবার জন্য অনলাইনে বড় অঙ্কের লেনদেন আরও সহজ হয়ে উঠবে। সরকারি ই-মার্কেটপ্লেসেও এর প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা UPI ভারতের ডিজিটাল অর্থনীতির অন্যতম শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। RBI-র নিয়ন্ত্রিত NPCI-এর এই পরিষেবা বর্তমানে দেশের কোটি কোটি গ্রাহক ব্যবহার করছেন। মুহূর্তের মধ্যে ব্যাংক-টু-ব্যাংক টাকা পাঠানোর সুবিধার জন্যই এর জনপ্রিয়তা বেড়েছে। এবার লেনদেনের সীমা বৃদ্ধি পাওয়ায় বড় অঙ্কের ডিজিটাল লেনদেনও আরও স্বাচ্ছন্দ্যময় হবে।














