Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

UPI Rules: নতুন রূপে ইউপিআই, দ্রুত ট্রান্সফার, কড়া নিয়ম, বদলে গেল লেনদেনের ধরন

Updated :  Monday, June 16, 2025 7:50 PM
Faster UPI Transactions from June 16

দিনের পর দিন বেড়েই চলেছে ডিজিটাল লেনদেনের জনপ্রিয়তা। বাজার থেকে শুরু করে বিল পেমেন্ট—সব ক্ষেত্রেই মানুষ এখন ইউপিআই (UPI)-র উপরেই নির্ভরশীল। আর সেই ইউপিআই ব্যবস্থাতেই বড় রকমের পরিবর্তনের পথে হাঁটল কেন্দ্র সরকার। ১৬ জুন, সোমবার থেকে কার্যকর হচ্ছে এই নতুন নিয়মগুলি, যা ডিজিটাল লেনদেনে আনবে গতি ও স্বচ্ছতা।

লেনদেন হবে চোখের পলকে!

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) জানিয়েছে, ইউপিআই-এর মাধ্যমে টাকা পাঠানোর পর এখন আর ৩০ সেকেন্ড অপেক্ষা করতে হবে না। মাত্র ১০-১৫ সেকেন্ড এর মধ্যেই কনফার্মেশন মেসেজ চলে আসবে ব্যবহারকারীর কাছে। ফলে অনেকটাই কমবে বিভ্রান্তির আশঙ্কা এবং বাড়বে পরিষেবা ব্যবহারের অভিজ্ঞতা।

ইউপিআই আইডি ভেরিফিকেশন এখন আরও দ্রুত

নতুন ইউপিআই আইডি দিলে আগে তা যাচাই করতে সময় লাগত গড়ে ১৫ সেকেন্ড। এখন সেই সময় কমিয়ে ১০ সেকেন্ডে নিয়ে আসা হচ্ছে। এতে একদিকে যেমন সময় বাঁচবে, তেমনই আরও দ্রুত সম্পন্ন হবে লেনদেন।

ব্যাঙ্ক ব্যালেন্স দেখার উপর লাগাম

এখন থেকে দিনে সর্বোচ্চ ৫০ বার ব্যাঙ্ক ব্যালেন্স চেক করা যাবে ইউপিআই অ্যাপের মাধ্যমে। এতদিন এই পরিষেবার কোনও নির্দিষ্ট সীমা ছিল না। তবে দেশের বিপুল সংখ্যক ইউপিআই ব্যবহারকারীদের কারণে সার্ভারের উপর অতিরিক্ত চাপ পড়ছিল। সেই সমস্যাই সমাধান করতে এই সীমা নির্ধারণ করেছে NPCI।

ইউপিআই হবে আরও স্বচ্ছ ও নিরাপদ

এই পরিবর্তনগুলির লক্ষ্য একটাই—ডিজিটাল লেনদেনকে দ্রুত, নির্ভুল এবং নিরাপদ করা। সরকারের দাবি, নয়া প্রযুক্তি এবং আপডেটেড সার্ভার ব্যবস্থার মাধ্যমে ইউপিআই প্ল্যাটফর্মকে আরও উন্নত করে তোলা হচ্ছে।

৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১. ইউপিআই লেনদেনের নতুন সময়সীমা কত?
আগে ৩০ সেকেন্ড লাগত, এখন ১০-১৫ সেকেন্ডেই লেনদেনের নিশ্চয়তা মিলবে।

২. ইউপিআই আইডি ভেরিফিকেশন কত দ্রুত হবে?
মাত্র ১০ সেকেন্ডেই নতুন ইউপিআই আইডি যাচাই সম্পন্ন হবে।

৩. দিনে কতবার ব্যাঙ্ক ব্যালেন্স দেখা যাবে ইউপিআই অ্যাপে?
সর্বোচ্চ ৫০ বার।

৪. কেন এই পরিবর্তন আনা হয়েছে?
সার্ভারের উপর চাপ কমানো এবং গ্রাহক পরিষেবা উন্নত করতেই এই উদ্যোগ।

৫. এই নিয়ম কবে থেকে কার্যকর হচ্ছে?
১৬ জুন, সোমবার থেকে।