Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

UPI Without Internet: কি প্যাড ফোনেও এবার করতে পারবেন UPI পেমেন্ট, মেনে চলুন এই সহজ স্টেপ

Updated :  Wednesday, March 22, 2023 5:33 PM

আজকালকার দিনে আট থেকে আশি প্রায় প্রত্যেকের কাছেই মোবাইল ফোন রয়েছে। সেই সাথে মোদি সরকারের ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের অধীনে প্রত্যেকেই ডিজিটাল পেমেন্ট অপশন ব্যবহার করে থাকেন। তবে অনেকের ধারণা এই ডিজিটাল পেমেন্ট শুধুমাত্র স্মার্টফোন এবং ইন্টারনেটের সাহায্যেই করা যায়। ঠিক তেমনটা নয়। আপনার কাছে যদি শুধুমাত্র একটি সাধারণ কিপ্যাড ফোন থাকে তাহলেও আপনি পেমেন্ট করার জন্য ইউপিআই সার্ভিস ব্যবহার করতে পারেন। ভাবছেন কি করে করবেন? জানতে এই প্রতিবেদনের বাকি অংশটুকু অবশ্যই পড়ুন।

কিপ্যাড ফোনের মাধ্যমে UPI ব্যবহারের উপায়:

  • আপনার ফোন থেকে ০৮০৪৫১৬৩৬৬৬ ডায়াল করুন
  • কোন ভাষায় লেনদেন করতে চান তা জানতে চাইবে, সেটি জানান
  • লেনদেনের জন্য ১ টিপুন
  • যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নাম বলুন
  • ১ টিপে ঠিক বলেছেন কিনা জানান
  • তারপর আবার ১ টিপুন লেনদেনের জন্য
  • এবার যে মোবাইল নম্বরে টাকা পাঠাতে চান সেটি লিখুন
  • আবার ১ টিপুন তথ্য ঠিক আছে তা জানাতে
  • এবার যে টাকা পাঠাতে চান তা লিখুন
  • এবার আপনার ইউপিআই পিন লিখুন লেনদেন সম্পূর্ণ করতে

প্রাথমিকভাবে এই ব্যবস্থা হিন্দি ও ইংরেজিতে ব্যবহার করা যাবে। তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে আরও অনেক ভাষাতে এই সার্ভিস আনা হবে। জানানো হয়েছে যে দেশের প্রান্তিক মানুষের জন্য এই সার্ভিস আনা হচ্ছে। আপনার কাছেও যদি সাধারণ ফোন থাকে, তাহলে এই উপায়ে আপনি ইউপিআই পেমেন্ট করতে পারেন।