Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

UPI-এর তোলপাড় করা ফির্চাস, এবার থেকে পিন নম্বর ছড়াও করা যাবে লেনদেন

Updated :  Tuesday, September 19, 2023 12:09 PM

দিনের পর দিন অনলাইন ব্যাংকিং পরিষেবার পরিসর বৃদ্ধি পেয়ে চলেছে। ছোটখাটো ট্রানজেকশন হোক কিংবা লাখ লাখ টাকার, আজকাল ভারতের বেশিরভাগ মানুষ ব্যবহার করছেন Paytm, Google pay, Phone pay-র মত অ্যাপ গুলি। মূলত সহজ পদ্ধতিতে এবং ঝামেলা বিহীনভাবে UPI-এর মাধ্যমে পেমেন্ট করা সম্ভব বলে দিনের পর দিন এর প্রসারন বেড়েই চলেছে।

নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি UPI পেমেন্টে সংযুক্ত করা হয়েছে নতুন ফির্চাস। যেখানে আপনি পিন নম্বর ছাড়াই পেমেন্ট করতে পারবেন। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন? তবে আমরা আপনাদের বলে রাখি, অনলাইন ট্রানজেকশন আরও সহজ এবং অধিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নতুন এই ফির্চাস সংযুক্ত করা হয়েছে UPI-এ। যেখানে আপনি পিন নম্বর ছাড়াই যে কোন ফোন নম্বরে টাকা ট্রান্সফার করতে পারবেন।

আমরা আপনাদের বলি, দুর্দান্ত এই ব্যবস্থা আপনাদের জন্য এনেছে UPI Lite। শুরুতেই আমরা বলি, UPI Lite-র মাধ্যমে ইতিপূর্বে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত ট্রানজেকশন করা যেত। তবে এবার তা বাড়িয়ে 2,000 টাকা করেছে UPI। আপনি চাইলে এখন যেকোন নম্বরে পিন নম্বর ছাড়াই সর্বোচ্চ 2,000 টাকা পর্যন্ত ট্রানজেকশন করতে পারবেন।

কিভাবে এই সুযোগ গ্রহণ করবেন?

১. প্রথমে প্লে-স্টোর থেকে UPI Lite অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করে নিন।
২. এরপর ওই অ্যাপে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট সংযুক্ত করুন।
৩. এরপর ব্যাংকের একাউন্ট থেকে 2,000 টাকা ট্রান্সফার করে UPI Lite অ্যাপে রাখুন।
৪. উপরের কার্যক্রম গুলো সম্পন্ন হলে নির্দ্বিধায় যে কোন নম্বরে পিন নম্বর ছাড়াই পেমেন্ট করুন।