Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Urfi Javed: লাল শাড়ি ব্লাউজে লাস্যময়ী উরফি জাভেদ, নাচের কায়দায় ঘুম উড়লো নেটিজেনদের, তুমুল ভাইরাল ভিডিও

Updated :  Sunday, January 23, 2022 10:03 PM

‘বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট।

সম্প্রতি আবারো নিজের বানানো দিল ভিডিওর মাধ্যমে নেটিজেনদের মাঝে চর্চিত হয়েছেন উরফি জাভেদ। গতবছরের শেষেই মুক্তি পেয়েছে ‘পুষ্পা: দ্যা রাইজ’। এই ছবি মুক্তি পাওয়ার অনেক আগে থেকেই এই ছবির আইটেম নম্বর ‘ও আন্তাভা মাম্মা’ গানটি তুমুল ভাইরাল হয়েছে মানুষের মধ্যে। এই গানের হাত ধরেই প্রথম কোন আইটেম নম্বরে দেখা গিয়েছে সামান্থা-রুথ-প্রভুকে। বর্তমানে এই গান গোটা বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। সম্প্রতি সেই গানের সাথেই রিলস্ বানালেন উরফি জাভেদ।

অভিনেত্রী নিজের এই রিল ভিডিও শেয়ার করার পর থেকেই তা রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটিজেনদের মাঝে। এই দিল ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, রিল বানাতে ভালো লাগে তাই এমনিই বানিয়েছেন। তবে এবার নেতিবাচক মন্তব্যের তুলনায় ইতিবাচক মন্তব্যের ভীড় বেশি ছিল তার কমেন্ট বক্সে। কেউ বলেছেন, আসল ভিডিওতে তারই থাকা উচিৎ ছিল। এছাড়াও একাধিক নেটিজেন একাধিক মন্তব্য করেছেন তার এই ভিডিওতে, তা তার কমেন্ট বক্সে চোখ রাখলেই দেখা যাবে।

অভিনেত্রী উরফি জাভেদ একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন। সেই সমস্ত ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হল- ‘বাড়ে ভাইয়া কি দুলহানিয়া’, ‘মেরি দুর্গা’, ‘চন্দ্র নন্দিনী’, ‘ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হে’, ‘কসৌটি জিন্দেগি কি’র মতো একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এমনকি দর্শকমহলে তার অভিনয় প্রশংসিতও হয়েছে বেশ।