Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

একদিক থেকে শরীর ঢেকে ক্যামেরার সামনে এলেন অভিনেত্রী উরফি জাভেদ

Updated :  Wednesday, June 28, 2023 3:23 PM

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

একদিক থেকে শরীর ঢেকে ক্যামেরার সামনে এলেন অভিনেত্রী উরফি জাভেদ

পর্দা থেকে শুরু করে গেঞ্জি, প্লাস্টিক, মেটালের চেন সবকিছু দিয়েই বানিয়ে ফেলেছেন নিজের পোশাক। আর সেইসমস্ত অদ্ভুত পোশাকের সূত্র ধরে প্রায়ই মিডিয়ার পাতায় ও নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। কদিন আগে পিজ্জা দিয়ে বানিয়ে ফেলেছিলেন নিজের অদ্ভুত পোশাক, যা দেখে চোখ কপালে উঠেছিল অধিকাংশ দর্শকদেরই। টপ নটে অভিনেত্রীর সেই লুক বাকরুদ্ধ করেছিল তার অনুরাগীদেরও। তবে এই মুহূর্তে তিনি নিজের সাম্প্রতিক বোল্ড লুকের সূত্র ধরেই প্রশংসা পাচ্ছেন একাংশের মাঝে।

একদিক থেকে শরীর ঢেকে ক্যামেরার সামনে এলেন অভিনেত্রী উরফি জাভেদ

সম্প্রতি অভিনেত্রী আবারো নতুন লুকে দেখা দিয়েছেন। তবে অভিনেত্রী নিজের এই সাম্প্রতিক সাজের সূত্র ধরেই প্রশংসা পেয়েছেন অনেকের মাঝে। বলাই বাহুল্য, অভিনেত্রীর সাম্প্রতিক ফ্যাশন সেন্স মুগ্ধ করেছে তার অনুরাগীদের। এদিন অভিনেত্রী জাম রঙের ওয়ান সাইডেড ফুলস্লিভ ড্রেসে ছিলেন। তার এই পোশাকের এক দিক ছিল পুরোপুরি ট্রান্সপারেন্ট। নিজের ট্যাটু শো-অফ করেই পোশাক পরেছিলেন তিনি। বাঁধা চুলে, নিউড মেকাপে সাদা হাই হিলও পরেছিলেন অভিনেত্রী। একাধিক পোজও দিয়েছিলেন পাপারাজিৎদের সামনে। এই মুহূর্তে সেই ঝলকই ভাইরাল গোটা নেটমহলের পাতায়। খুব সম্ভবত এদিন অভিনেত্রী নিজের অ্যাপার্টমেন্টের সিঁড়িতে দাঁড়িয়েই দিয়েছিলেন পোজ।