Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Urfi Javed: কাঁটাছেঁড়া পোশাকে ফের ইন্টারনেটে ভাইরাল উরফি জাভেদ, ট্রোলের বন্যা ইন্টারনেটে

Updated :  Monday, September 19, 2022 12:42 PM

ইন্টারনেটের যুগে ৮ থেকে ৮০ এখন সকলেই বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়েছে সোশ্যাল মিডিয়াকে। এই সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল রাতারাতি মানুষ সুপারস্টার হয়ে যাচ্ছেন। এই ইন্টারনেট দুনিয়াতে সর্বদাই চর্চায় থাকেন উরফি জাভেদ। তবে তাঁর কোনো প্রতিভার জন্য নয়। বরং পোশাকি বিতর্কে জড়িয়ে নেটদুনিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি। তাঁর পোশাক পরার স্টাইল এবং সর্বদাই খোলামেলাভাব নেটিজেনদের চোখে পড়ে। ‘বিগ বস ওটিটি’ দিয়ে লাইমলাইটে এসেছিলেন উরফি জাভেদ। বর্তমানে তিনি পরিচিতি পান পোশাক পরার কায়দার জন্য। পোশাক এবং স্টাইলের জন্য ট্রোল, সমালোচনা এবং বিদ্রূপ তাঁর রোজকার জীবনের সঙ্গী।

মাঝে মাঝেই উরফি জাভেদ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন। তাঁর ফ্যাশন সেন্স দেখে অবাক হন সকলেই। এমনকি তিনি প্রকাশ্যে যেকোনো সময় অন্তর্বাস ছাড়াই বা কখনো খোলামেলা বা কাঁটাছেঁড়া পোশাক পরে বেরিয়ে আসেন তিনি। এমন ফ্যাশনের জেরে প্রায় রোজ পাপারাৎজিদের ভাইরাল কন্টেন্ট হয়ে ওঠেন তিনি। এই বিষয়ে শত বিতর্ক বা ট্রোল হতে হলেও তিনি নিজের ফ্যাশন স্টেটমেন্ট সম্বন্ধে খুবই আত্মবিশ্বাসী। সম্প্রতি তিনি আবারও নতুন এক স্টাইল স্টেটমেন্টের জন্য সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে এসেছেন।

ভাইরাল ভিডিওতে উরফি জাভেদ একটি ব্ল্যাক বিকিনি পরেছেন। আর সেইসাথে জালের তৈরি একটি আকাশী প্যান্ট পরেছেন। এই পোশাকেই তিনি ফটোশুট করেন ও বিভিন্ন ভিডিও বানিয়েছেন। তাঁর এই ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত উরফি ২১০৩ টি পোস্ট করেছেন। তাঁর এখনও অব্দি ৩.৫ মিলিয়ন মানুষ ফলো করেন। এই ভিডিওতে ১৩ লাখ লাইক এসেছে ও ৩৮৪৮ জন কমেন্ট করেছেন। তবে এই ভিডিওতে কমেন্ট করে অনেকেই উরফির পোশাক বিভ্রাট দেখে কটাক্ষ করেছেন।