Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Urfi Javed’s Bold look: উরফির এই কটি লুক দেখে উষ্ণতা বাড়ছে নেটমহলের, ভাইরাল হতেই চর্চিত অভিনেত্রী

Updated :  Monday, December 12, 2022 11:40 AM

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

তবে সম্প্রতি সানি লিওনির স্পিল্টভিলা ১৪’তে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন উরফি জাভেদ। সেই সূত্র ধরেই এখন প্রায়ই ইনস্টাগ্রামের এমটিভি স্পিল্টভিলার অফিসিয়াল পেজ থেকে দেখা মেলে তার। কয়েকদিন আগে স্পিল্টভিলার সূত্র ধরেই নেটমাধ্যমে তুমুল চর্চিত হচ্ছিলেন অভিনেত্রী। সেই ভিডিও এখনো ভাইরাল রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতে। সেখানে অভিনেত্রীর স্পষ্ট মন্তব্যই তাকে নিয়ে চর্চা করার কারণ ছিল।

প্রায়দিনই অভিনেত্রী নিজের সাজ-পোশাকের সূত্র ধরে ভাইরাল হতে থাকেন। তার অদ্ভুত পোশাক তার ভক্তদের পাশাপাশি গোটা নেট দুনিয়াকে খুব স্বাভাবিকভাবেই আকর্ষণ করে থাকে। এই মুহূর্তে অভিনেত্রীর বেশ কিছু বোল্ড সাজ-পোশাকের ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে। এই মুহূর্তে নিজের সেইসমস্ত ভাইরাল হওয়া ছবির সূত্র ধরেই চর্চিত অভিনেত্রী।

কখনো সাইকেলের চেন দিয়ে, আবার কখনো ছবি দিয়ে পোশাক বানিয়ে পরেছেন তিনি। আবার কখনো ব্লেড কিংবা তুলো দিয়েই বানিয়ে ফেলেছেন অদ্ভুত পোশাক। অনেকসময় নেটের পোশাকেও ক্যামেরার সামনে দেখা দেন তিনি। অবশ্য বলাই বাহুল্য, অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই অভিনেত্রীর সেইসমস্ত সাজ-পোশাকের ঝলক মিলবে।