এবার শিবসেনার ছত্রছায়ায় এলেন উর্মিলা মাতন্ডকর

মুম্বই: আবারও রাজনীতিতে ঊর্মিলা মাতন্ডকর। মঙ্গলবার শিবসেনা দলে যোগ দিলেন নব্বইয়ের দশকের বলিউডের ‘হিট’ নায়িকা। গত বছর তিনি কংগ্রেসে যোগ দিয়ে লোকসভা নির্বাচনে লড়েছিলেন। কিন্তু হেরে গিয়েছিলেন। তারপরই কংগ্রেস ছেড়েছিলেন বলিউডের ‘রঙ্গিলা গার্ল’।

এদিন মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরের উপস্থিতিতে শিবসেনায় যোগ দেন ঊর্মিলা। দলে স্বাগত জানিয়ে অভিনেত্রীর হাতে ‘শিবান্ধন’ পরিয়ে দেন উদ্ধবের স্ত্রী রশ্মি।

উল্লেখ্য়, কয়েকদিন আগে বিধান পরিষদের সদস্য় হিসেবে ঊর্মিলাকে মনোনীত করেছিল শিবসেনা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের মুখে কংগ্রেসে যোগ দিয়েছিলেন ঊর্মিলা। সেবার নির্বাচনে মুম্বই নর্থ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু ভোটে হেরে যান তিনি। সে বছরের সেপ্টেম্বরে মহারাষ্ট্র বিধানসভা ভোটের মুখে কংগ্রেস ছাড়েন অভিনেত্রী।