গত ৫ এই আগস্ট ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকেই ভারত- পাকিস্থান কূটনৈতিক সম্পর্ক তলানিতে। দুই দেশেরই অন্দর থেকে বেরিয়ে আসছে একের পর এক ক্ষোভ। এবার মার্কিন কংগ্রেস পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাক সেনার পুতুল বলে কটাক্ষ করল। সম্প্রতি পাকিস্থানের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ শীর্ষক রিপোর্ট পেশ করেছে মার্কিন আইনপ্রনেতরা। সেই রিপোর্টেই পাক সেনার পুতুল বলে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে উল্লেখ করা হয়েছে।
ইমরান খানকে তীব্র ভাষায় কটাক্ষ করল মার্কিন কংগ্রেস! কারন জেনে নিন

Updated : Friday, August 30, 2019 7:21 AM













