করোনা মহামারী: ‘আগামী দু’সপ্তাহ দেশবাসীর জন্য খুব বেদনাদায়ক হতে পারে’ : ডোনাল্ড ট্রাম্প
অরূপ মাহাত: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানান, করোনা ভাইরাসের প্রকোপে আগামী দু’সপ্তাহ অত্যন্ত বেদনাদায়ক হতে পারে দেশবাসীর জন্য। তিনি আরও জানান, আমেরিকা যুক্তরাষ্ট্র করোনা ভাইরাস বিরুদ্ধে লড়াই করছে। একইসঙ্গে হোয়াইট হাউসের পক্ষ থেকে সতর্ক করে দিয়ে জানানো হয় যে, এই মারণ ভাইরাসের সংক্রমণে প্রায় ২ লক্ষ ৪০ হাজার আমেরিকানের মৃত্যু হতে পারে।
ট্রাম্প হোয়াইট হাউসে একটি সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আগামী দু’সপ্তাহ আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক, দুঃখজনক হতে চলেছে।’ ট্রাম্প এই মহামারীকে প্লেগের সঙ্গে তুলনা করে বলেন, ‘আমি চাই প্রতিটি আমেরিকান যেন সামনের কঠিন দিনগুলির জন্য প্রস্তুত থাকেন।’
সে দেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন যে, কঠোর সামাজিক দূরত্ব বজায় রাখার সিদ্ধান্তটি ছিল এই মারণ ভাইরাসের সংক্রমণকে সহজে আটকে দেওয়ার একমাত্র উপায়। এমনকি লকডাউনের মধ্যে নিয়ে আসতে হতো তিন চতুর্থাংশ আমেরিকানকে, এর ফলে অর্থনীতিতে ব্যাপক বিঘ্ন ঘটলেও এটাই একমাত্র উপায় ছিল।
হোয়াইট হাউসের করোনা ভাইরাস বিষয়ক কো-অর্ডিনেটর দেবোরাহ বার্কস বলেন, ‘এর কোনও যাদু ভ্যাকসিন বা থেরাপি নেই। আমাদের প্রতিটি আচরণের মধ্য দিয়ে ভাইরাল মহামারীটি ৩০ দিনের মধ্যে ভিন্ন দিকে মোড় নিতে পারে।’ বার্কস সাংবাদিক সম্মেলনে একটি চার্ট প্রদর্শন করেন যেখানে দেখা আমেরিকা যুক্তরাষ্ট্রে ১০০০০০ থেকে ২৪০০০০ জন লোকের মৃত্যু হতে পারে।