Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ফেব্রুয়ারিতেই মোদীর সাথে সাক্ষাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

Updated :  Tuesday, January 14, 2020 3:14 PM

ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতেই ভারত সফরে আসবেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের সূত্র মারফত একথা জানানো হয়েছে। ফেব্রুয়ারির শেষেই হয়তো তিনি আসবেন ভারতে।

জানা গিয়েছে ২০২০ এর প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হিসেবে ট্রাম্পের উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু ওইসময় তিনি আসতে পারবেন না বলে জানানো হয় হোয়াইট হাউসের তরফ থেকে, তার বদলে ফেব্রুয়ারির শেষে মার্কিন প্রেসিডেন্ট আসতে বলে জানানো হয়েছে। জানা যাচ্ছে এই সপ্তাহেই মার্কিন নিরাপত্তা আধিকারিকরা ভারতে আসবে নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিয়ে দেখতে, তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে হোয়াইট হাউসের তরফে।

আরও পড়ুন : নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেরালা, প্রথম রাজ্য হিসেবে সিএএ নিয়ে চ্যালেঞ্জ কেন্দ্রকে

বিশেষজ্ঞদের মতে মার্কিন প্রেসিডেন্টের এই ভারত সফর আমেরিকায় আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকা সম্প্রতি ইরানের ওপর ড্রোন হামলা চালিয়ে তাদের জেনারেল কাসেম সোলেমানিকে হত্যা করেছে, যারপরই মধ্যপ্রাচ্যের একাধিক দেশ আমেরিকার বিপক্ষে চলে গেছে, তাই সেদিক থেকেও ট্রাম্পের জন্য এই ভারত সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সূত্র মারফত জানা যাচ্ছে, জানুয়ারির ৭ তারিখ মার্কিন প্রেসিডেন্ট এর সাথে ফোনে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সেখানেই প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে ভারতে আসার আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হওয়ার আবেদন করেন। কিন্তু ওইসময় মার্কিন প্রেসিডেন্টের ভারতে আসা সম্ভব না বলে জানিয়ে দেওয়া হয় হোয়াইট হাউসের তরফে।

আরও পড়ুন : বিকল্প পদ্ধতিতে NPR-এর তথ্য সংগ্রহ কেন্দ্রের

অর্থনীতিবিদদের অনেকের মতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই ভারত সফরে দুই দেশের মধ্যে আটকে থাকা বাণিজ্য চুক্তির জট কাটতে পারে। গত বছর ভারতের ‘প্রেফারেনশিয়াল এক্সপোর্ট’ স্ট্যাটাস তুলে নেয় আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল ভারত তাদের বাজার মার্কিন পণ্যের জন্য পুরোপুরি ভাবে খুলছে না। ট্রাম্পের এই ভারত সফরে সেই স্ট্যাটাস ফিরিয়ে দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে।