পাকিস্তানের আকাশ সীমা ব্যবহারে নিজেদের বিমান সংস্থা গুলোকে নিষেধ করলো মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানের আকাশ সীমা ব্যবহারে আমেরিকার বাণিজ্যিক ও অসামরিক বিমান গুলির উপর জঙ্গি হামলা হতে পারে, এই আশঙ্কাতেই এই নিষেধাজ্ঞা বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। একটি বিবৃতিতে আমেরিকা জানিয়েছে, এই মুহূর্তে পাকিস্তান নিরাপদ নয়। সেখানে জঙ্গি কার্যকলাপ অনেক বেড়েছে। তাই দেশের সমস্ত বিমান সংস্থাকে পাকিস্তানের আকাশ সীমা না ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।
নির্দেশিকায় বলা হয়েছে, যেসব বিমান পাকিস্তানে অবতরণ করে বা যেগুলো পাকিস্তানের উপর দিয়ে অনেক কম উচ্চতায় ওড়ে, সেগুলোতেই জঙ্গি হানার আশঙ্কা সবচেয়ে বেশি। আগামী এক বছর অর্থাৎ ২০২১ সালের পয়লা জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানানো হয়েছে ওই নির্দেশিকায়। এমনকি পাকিস্তানে যাতায়াতের ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে পশ্চিমবঙ্গের পর আরও একটি রাজ্য বাতিল করল কেন্দ্র
জঙ্গি তোষন বন্ধ করতে অনেকদিন আগে থেকেই পাকিস্তানকে সতর্ক করছে মার্কিন প্রশাসন। মার্কিন বিদেশমন্ত্রকের দক্ষিণ ও মধ্য এশিয়া সংক্রান্ত ভারপ্রাপ্ত সহ-সচিব অ্যালিস জি ওয়েলস জঙ্গি কার্যকলাপে পাকিস্তানের মদত দেওয়ার প্রসঙ্গে বলেন, ‘সন্ত্রাস ও আলোচনা একসাথে চলতে পারেনা।’ পাকিস্তান সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করলে তবেই আলোচনা হতে পারে বলে মন্তব্য করেন তিনি। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের প্যারিস বৈঠকের পর জানানো হয়, পাকিস্তানকে জঙ্গি দমনে যে যে ব্যবস্থা নিতে বলা হয়েছিল পাকিস্তান সরকার তার কিছুই করেনি। ২০২১ এর ফেব্রুয়ারির মধ্যে জঙ্গি দমনে পাকিস্তান ব্যবস্থা না নিলে পাকিস্তানকে কালো তালিকাভুক্তও করা হবে বলে জানানো হয়েছে।