সন্ধ্যা হলেই দর্শকদের চোখ এখন সেঁটে যায় টিভির পর্দায়। রিমোটে আঙুলের আলতো স্পর্শ স্টার জলসা চ্যানেল এনে দেয় টিভির পর্দায়। ‘শ্রীময়ী’ ইন্দ্রাণী হালদার (Indrani haldar) এবং ‘জুন’ ঊষসী চক্রবর্তী ( ushashi chakraborty)-এর লড়াই দর্শকমহল উপভোগ করেন তারিয়ে তারিয়ে। ‘জুন আন্টি’-র চরিত্রে অভিনয় করে দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন ঊষসী। পর্দার ভ্যাম্প ‘জুন আন্টি’ ঊষসী এবার জানালেন তাঁর প্রথম চুম্বনের অভিজ্ঞতার কথা।
‘কিস ডে’-র দিন ঊষসী জানালেন, তাঁর প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন তাঁর প্রেমিক দেবাশিস (Debashish) ছিলেন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থী। সেই সময় দেবাশিস তাঁকে নিজের হাতে আঁকা একটি কার্ড দিয়ে প্রোপোজ করেছিলেন। কিন্তু প্রথমদিকে ঊষসী, দেবাশিসকে পাত্তা না দিলেও ক্রমশঃ তাঁর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। সূত্রপাত হয় তাঁদের প্রেমের। দেবাশিস ও ঊষসী দুজনেরই এটি ছিল প্রথম প্রেম। কলেজ থেকে দেবাশিসের সঙ্গে দেখা করে বাড়ি ফিরতে দেরি হলে ঊষসীর অজুহাত তৈরী থাকত। ঊষসীর বাবা হয়তো কিছুটা আঁচ করতে পারতেন। তাই প্রায়ই বকুনিও খেতেন ঊষসী। বনধের দিনেও দীর্ঘ পথ পেরিয়ে দেবাশিস ঊষসীর বাড়ির নিচে আসতেন তাঁর সাথে দেখা করতে। কিন্তু বাবার ভয়ে নিচে নামতে পারতেন না ঊষসী। রুবির কাছে আনন্দপুরের ফাঁকা রাস্তায় দেবাশিসের কাছ থেকে প্রথম চুম্বনের আস্বাদ পেয়েছিলেন ঊষসী।
আজকের নামী অভিনেত্রী ঊষসী যখন গাড়ির কাঁচের আড়াল থেকে কোনো টিন এজ যুগলকে প্রেমে মত্ত দেখেন, তখনও মনের কোণে কোথাও উঁকি দেয় তাঁর প্রথম প্রেম। মনে হয়, অনেক কথা বলার ছিল। আর শোনার ছিল শুধুই একটি কথা, “উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন?”
Rihanna is marking a major career milestone. On January 28, the superstar celebrated the 10th…
Patrick Dempsey has spoken candidly about his former Grey’s Anatomy co-star Eric Dane, who is…
The Sundance Film Festival often showcases bold storytelling, but In the Blink of an Eye…
Actress Odessa A’zion, best known for her role in Marty Supreme alongside Timothée Chalamet, has…
American Idol is bringing fresh star power to its upcoming season. Singer-actress Keke Palmer and…
Bruce Willis’ wife Emma Heming Willis has opened up about the actor’s ongoing health battle…