Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জন্মদিনে ছোট বেলার ছবি পোস্ট করে আবেগে ভাসলেন জুন আন্টি, দেখুন অভিনেত্রীর ছবি

Updated :  Thursday, February 18, 2021 2:54 PM

সন্ধ্যা হলেই দর্শকদের চোখ এখন সেঁটে যায় টিভির পর্দায়। রিমোটে আঙুলের আলতো স্পর্শ স্টার জলসা চ্যানেল এনে দেয় টিভির পর্দায়। ‘শ্রীময়ী’ ইন্দ্রাণী হালদার (Indrani haldar) এবং ‘জুন’ ঊষসী চক্রবর্তী ( ushashi chakraborty)-এর লড়াই দর্শকমহল উপভোগ করেন তারিয়ে তারিয়ে। ‘জুন আন্টি’-র চরিত্রে অভিনয় করে দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন ঊষসী। চলতি বছরের 17 ই ফেব্রুয়ারি ছিল ঊষসীর জন্মদিন। কিছুদিন আগেই পিতৃহীন হয়েছেন ঊষসী। তাই এই বছর নিজের জন্মদিন পালন করেননি তিনি।

নিজের জন্মদিন উপলক্ষ্যে ফেসবুকে নিজের মেয়েবেলার কিছু ছবি শেয়ার করেছেন ঊষসী। তার মধ্যে একটি ছবিতে কনের সাজে দেখা যাচ্ছে ছোট্ট ঊষসীকে। একসময় একরত্তি মেয়েদের বাবা-মায়েরা কনের সাজে সাজিয়ে মজার ছলে ছবি তোলাতেন। ঊষসীও তার ব্যতিক্রম নন। শৈশবেই মাকে হারিয়েছেন ঊষসী। বাবা কমিউনিস্ট নেতা শ‍্যামল চক্রবর্তী (Shyamal chakraborty) একমাত্র মেয়েকে একাই মানুষ করেছেন। শ‍্যামলবাবু ঊষসীকে কখনও মায়ের অভাব বুঝতে দেননি, বলে জানিয়েছেন ঊষসী। কিন্তু একসময় ঊষসীর সঙ্গে বাবার মতান্তর হওয়ায় ঊষসী আলাদা থাকতে শুরু করেন। পরবর্তীকালে বাবার শরীর খারাপ হওয়ায় বাবার কাছেই ফিরে আসেন ঊষসী। বাবার ইচ্ছা অনুযায়ী পিএইচডি-র পড়াশোনাও শুরু করেন তিনি। কিন্তু গত বছর করোনা আক্রান্ত হয়ে মারা যান শ‍্যামল চক্রবর্তী। বাবার মৃত্যুতে ভেঙে পড়েছিলেন ঊষসী। কিন্তু গত বছরেই তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। বাবার উদ্দেশ্যে তাঁর ডিগ্রি উৎসর্গ করেছিলেন ঊষসী।

ঊষসী সংবাদপাঠিকা হিসাবে ইন্ডাস্ট্রিতে এলেও পরবর্তীকালে অভিনয় করতে শুরু করেন। 2013 সালে ‘মিসেস সেন’ ফিল্মের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় করা শুরু করেন ঊষসী। কিন্তু তাঁকে সাফল্য এনে দেয় ‘ব‍্যোমকেশ বক্সী’। এই ফিল্মে ‘সত্যবতী’-র চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন ঊষসী। জন্মদিন উপলক্ষ্যে এদিন ঊষসী ‘ফেসবুক লাইভ’ করে নেটিজেনদের বহু প্রশ্নের উত্তর দিয়েছেন। নেটিজেনরাও ঊষসীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।