Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মালিককে গিয়ে বল ‘জুন আন্টি’ ফিরে এসেছে! শ্রীময়ীতে কামব্যাক করছেন উষসী

Updated :  Friday, May 21, 2021 10:19 AM

প্রায় দু’ মাস হয়ে গেল দেখা পাওয়া যায়নি দুষ্টু জুন আন্টির। দর্শকের মতো শ্রীময়ীর ও বড্ডো মন খারাপ ছিল। অনেক দিন জুনের সাথে চুলোচুলি করতে না পারায় খুব কষ্ট পাচ্ছিলেন শ্রীময়ী। ধারাবাহিকের ৬০০ পর্ব পেরোতেই সেই সেলিব্রেশনে ভার্চুয়াল আড্ডাতে লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের কাছে জুনকে ফিরিয়ে আনার আবদারও জানিয়েছিলেন শ্রীময়ী ওরফে ইন্দ্রানী হালদার। জুন আন্টির অভাবে নাকি ধারাবাহিকের টিআরপি নাকি কমেছে।

জুন আন্টি না থাকাতে ধারাবাহিকের টিআরপি না কমলেও লীনা দেবী সকলের আবদার মিটিয়ে ছাড়লেন। ঠোঁট বাঁকানো সেই হাসি, গা রি রি করা সেই কারসাজি ফের টেলিভিশন পর্দাতে পুনঃপ্রবেশ ঘটতে চলেছে। শ্রীময়ী’র নতুন প্রোমো সামনে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে বাঙালী দর্শকদের। বাঙালি ড্রয়িংরুম ছেড়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার ওয়ালে।

ধারাবাহিকের নতুন প্রমো নিজেই শেয়ার করলেন জুন আন্টি ওরফে উষসী চক্রবর্তী। প্রমোতে দেখা যাচ্ছে, বেশ কয়েক বছর পার হয়ে গিয়েছে। ডিঙ্কা পুরোপুরি সেরে উঠে মায়ের কাছে ফিরে এসেছে। সকলে আনন্দিত তখনই পাশ দিয়ে জুন আন্টি বলে উঠলো, কেমন আছো ডিঙ্কা? জুনকে দেখে ফের হতবাক হয়ে গেল ডিঙ্কা। অভিনেত্রী এই নতুন প্রমো শেয়ার করে লিখলেন, প্রোমো শেয়ার করে তিনি লিখেছেন, “দামে কম মানে ভাল এখন অতীত। পাঁচতলা মল পুরোটাই শ্রীময়ী। ফ্র্যানডস মালিককে গিয়ে বল জুন আন্টি ফিরে এসেছে’!

Copy Code

ফের আনন্দলোকে স্বমহিমায় ফিরে এসেছেন জুন। আবারো কি শ্রীময়ীর জীবনে সমস্যা তৈরী করবে নাকি ভালো হয়ে ফিরলেন তা নিয়ে ধোঁয়াশা থাকছেই। তবে মাঝের কিছু এপিসোডে দেখানো হয়েছিল সংশোধনাগারে থাকাকালীন জুন নিজের মধ্যে কিছু পরিবর্তন এনেছিলেন। এবার এয়াই দেখার তিনি নিজেকে পরিবর্তন করেছেন নাকি পুরোটাই ছলনা। তবে অভিনেত্রী জানান, তাঁকে দর্শকরা মনে করেছেন এটাই অভিনেত্রীর কাছে এক বড় পাওনা। জুনের এই কামব্যাকের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।