ট্রেনে ভ্রমণ করলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটাতে হয়। অসংরক্ষিত টিকিট কাটলে এই সমস্যা বাড়ে। রিজার্ভেশন ছাড়া টিকিটের ক্ষেত্রে প্ল্যাটফর্মে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে হয়। তবে এবার এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। ব্যবহারকারীরা ইউটিএস অ্যাপের সাহায্যে অনলাইনে ট্রেনের টিকিট বুক করতে পারবেন। ২০০ কিলোমিটারের বেশি দূরত্বের টিকিট তিন দিন আগে বুক করা যাবে। আপনাকে প্রথমে যা করতে হবে তা হল ইউটিএস অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে অ্যাপটিতে লগ ইন করতে হবে।
এর পরে হোম স্ক্রিনে কিউআর বুকিং, কুইক বুকিং, প্ল্যাটফর্ম টিকিটের অপশনের মতো অনেক অপশন দেখতে পাবেন। এখানে নরমাল বুকিং এর অপশনও পেয়ে যাবেন। এই ট্যাবের অধীনে বুক অ্যান্ড ট্রাভেল এবং বুক অ্যান্ড প্রিন্ট দু’টি অপশন দেখা যাবে। নাম থেকেই বোঝা যাচ্ছে, এটি একটি কাগজবিহীন বিকল্প হবে, যেখানে আপনি অনলাইনে টিকিট বুক করতে পারবেন। https://www.utsonmobile.indianrail.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজের মোবাইল নম্বর, নাম, পাসওয়ার্ড, লিঙ্গ ও জন্ম তারিখ সম্পর্কিত তথ্য দিয়ে লগ ইন করতে হবে। রেজিস্ট্রেশনের পর আপনি একটি এসএমএস পাবেন।
এরপর কোন স্টেশন থেকে আপনাকে কোন স্টেশনে যেতে হবে এবং কোন তারিখে ভ্রমণ করবেন ইত্যাদি নির্বাচন করতে হবে। এর পর ‘গেট ফেয়ার’ অপশনে ক্লিক করতে হবে। তারপর পেমেন্ট টাইপের অপশন দেখতে পাবেন। ব্যবহারকারীরা ডেবিট কার্ড, ইউপিআই, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ক্রেডিট কার্ডের সাহায্যে ট্রেনের টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন।