ভারতীয় রেলকে বলা হয় দেশের লাইফলাইন। অসংরক্ষিত শ্রেণির টিকিট কেনার জন্য ২০১৪ সালে UTS অ্যাপ চালু করা হয়েছিল। ইউটিএস মোবাইল অ্যাপের উপর জিও-ফেন্সিং বিধিনিষেধের বহিঃসীমা এখন বিলুপ্ত করা হয়েছে। লোকাল ট্রেন এবং নন-সাব আর্বান ট্রেনের ক্ষেত্রে যাত্রীদের টিকিট বুকিংয়ের এক ঘণ্টা থেকে তিন ঘণ্টার মধ্যে ট্রেনে উঠতে হবে। অন্যথায় টিকিট অবৈধ বলে গণ্য হবে।
২০০ কিলোমিটার পর্যন্ত লোকাল ট্রেনের টিকিট
ইউটিএসের ওয়েবসাইট অনুযায়ী, ২০০ কিলোমিটার পর্যন্ত লোকাল ট্রেনের টিকিট শুধুমাত্র ভ্রমণের দিনই কিনতে হবে। এছাড়াও ইউটিএস অ্যাপের মাধ্যমে এখন থেকে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড দিয়ে টিকিট কেনা যাবে। সমস্ত সার্ভিস চার্জ তুলে নেওয়া হয়েছে।
লাইনে না দাঁড়িয়েই টিকিট
ইউটিএস অন মোবাইল অ্যাপ চালু করার মূল উদ্দেশ্য ডিজিটাল টিকিটিং মোডকে আরও জনপ্রিয় করে তোলা। ইউটিএস অ্যাপের সাহায্যে যাত্রীরা লাইনে না দাঁড়িয়েই টিকিট তুলতে পারবেন। তাও আবার কোনও বাড়তি চার্জ ছাড়াই। তবে ইউটিএস অ্যাপ শুধুমাত্র অসংরক্ষিত টিকিট বুকিংয়ের জন্য। এটি প্ল্যাটফর্ম টিকিট এবং মাসিক পাসের মতো অনেক সুবিধা দেয়। কাগজের টিকিট বিভিন্নভাবে বাতিল করা যায়। কিয়স্কে টিকিট ছাপানো না হলেই মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বাতিল করা যাবে। ইউটিএস-এর ওয়েবসাইটে আরও বলা হয়েছে, একবার কিয়স্কে টিকিট ছাপানো হয়ে গেলে প্রিন্ট আউটের এক ঘণ্টার মধ্যে ইউটিএস কাউন্টারে টিকিট বাতিল করা যাবে।
ইউটিএস অ্যাপ দিয়ে টিকিট বাতিল করবেন যেভাবে:
- ইউটিএস অ্যাপে যান এবং লগ ইন করুন। এরপর ‘ক্যানসেল’ বাটনে ক্লিক করুন।
- একটি নতুন সাইট খুলবে। এতে দেখা যাবে বাতিল যোগ্য সব টিকিট। ৩০ টাকা চার্জ রয়েছে। আপনি যদি ৩০ টাকার কম দামের টিকিট কিনে থাকেন তবে সেগুলি এই উইন্ডোতে উপস্থিত হবে না। এই উইন্ডোতে প্রদর্শিত ‘ক্যানসেল টিকিট’ বাটনে ক্লিক করতে হবে।
- ইউটিএস অ্যাপে বুক করা টিকিট বাতিল করতে ‘ওকে’-তে ক্লিক করতে হবে।