নিউজদেশ

আর দাঁড়াতে হবে না লাইনে, এভাবে খুব সহজে বুক করে ফেলুন ট্রেনের আনরিজার্ভ টিকিট

সম্প্রতি ভারতীয় রেলওয়ে তাদের প্লাটফর্মে টিকিট বুক করার জন্য UTS নামের একটি নতুন সিস্টেম নিয়ে এসেছে

Advertisement

যদি আপনিও জেনারেল টিকিট নিয়ে রেলওয়ে যাত্রা করে থাকেন তাহলে আপনাকে আর লাইনে দাঁড়িয়ে প্লাটফর্ম টিকিট অথবা ট্রেন টিকিট কিনতে হবে না। এবার থেকে আপনি কিন্তু আপনার স্মার্টফোনের মাধ্যমেই জেনারেল টিকিট বুক করতে পারবেন। ভারতীয় রেলওয়ে এর জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে এসেছে যার নাম দেওয়া হয়েছে UTS মোবাইল অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে খুব সহজে আপনি আপনার লোকাল টিকিট বুক করতে পারবেন।

এর জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এবং আপনার ফোনে ইন্সটল করতে হবে। এরপর এই অ্যাপ ওপেন করে আপনার নাম এবং আপনার মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে। তার সাথে সাথেই জিপিএস লোকেশন এনাবেল করতে হবে। একবার রেজিস্টার হয়ে যাবার পরে আপনি এই অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন টিকিট বুকিং এর ক্ষেত্রে। আপনি যে স্টেশনের সামনে থাকবেন সেই রেলওয়ে স্টেশন থেকে আপনি নিজের যাত্রা শুরু করতে পারবেন। এরপর আপনি যে স্টেশন পর্যন্ত টিকিট কাটবেন সেই স্টেশনের নাম আপনাকে দিতে হবে।

তবে আপনি টিকিটের প্রিন্ট আউট করতে চান নাকি পেপারলেস টিকিট কিনতে চান, সেই অপশন আপনাদের জন্য রয়েছে এই অ্যাপ্লিকেশনে। আপনি লোকাল ট্রেনের সফর করতে চান নাকি মেল অথবা এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে চান সেই অপশন আপনি পেয়ে যাবেন। এই অপশন সিলেক্ট করে নেবার পরে আপনার মোবাইল স্ক্রিনে আপনার টিকিটের এমাউন্ট দেখানো হবে। যদি আপনার কাছে রেলের কোন ওয়ালেট থাকে তাহলে তার মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন অথবা আপনার কাছে যদি রেলওয়ে বলেন না থাকে তাহলে আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং অথবা অনলাইন পেমেন্টের মাধ্যমে টিকিট পেমেন্ট করতে পারবেন।

Related Articles

Back to top button