কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিয়ে উত্তাল হয়ে উঠলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। আজ, বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হেনস্থার শিকার বাবুল সুপ্রিয়। এবিভিপির নবীনবরণ অনুষ্ঠানে গিয়ে পড়ুয়াদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর সময়ও বাবুলকে নিগ্রহ। সেখানে তাকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেয় অতিবামপন্থি প্রভাবিত ছাত্র সংগঠনগুলি। কেন্দ্রীয় মন্ত্রীর চুলের মুঠি ধরে চড়, ঘুসি। ছিঁড়ে দেওয়া হল বাবুলের জামা। তিন ঘণ্টা ধরে ঘেরাও বাবুল সুপ্রিয়।
তারপর সেখানে আসে রাজ্যপাল কিন্তু তাতে কিছু সুফল মেলেনি। রাজ্যপাল জগদীপ ধনকড়। তার গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখাচ্ছে ছাত্ররা। পাল্টা বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মারধর ও ভয় দেখানোর অভিযোগ পড়ুয়াদের। দাবি, ক্ষমা চাইতে হবে বাবুলকে।
গোটা ঘটনায় বাবুল সুপ্রিয় জানিয়েছেন, ‘চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। মেয়েরা শুয়ে পড়ছে, ছেলেরা ওপরে পড়ে যাচ্ছে। আমার জামা ছেঁড়া হয়েছে। উপাচার্য সময়মতো পদক্ষেপ নিলে এই পরিস্থিতি তৈরি হত না।’