Today Trending Newsদেশনিউজ

ভোররাতে ট্রাক-লরির সংঘর্ষে ফের মৃত্যু ২৪ পরিযায়ী শ্রমিকের

Advertisement

উত্তরপ্রদেশে আবার সড়ক দূর্ঘটনার শিকার পরিযায়ী শ্রমিকরা। শনিবার ভোরে লখনউ থেকে ২০০ কিলোমিটার দূরে আউরাইয়া জেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারা গিয়েছেন ২৪ জন পরিযায়ী শ্রমিক। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই শ্রমিকদের বাড়ি বিহার, ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গে। কাজের সূত্রে তারা রাজস্থানে থাকতেন, সেখান থেকেই ফিরছিলেন ওই শ্রমিকরা। ২৪ জন শ্রমিক মারা যাওয়া ছাড়াও ভয়ঙ্কর ওই দূর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ থেকে ২০ জন শ্রমিক। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন প্রশাসনের আধিকারিকরা। উদ্ধারকাজ চলছে দ্রুতগতিতে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রাজস্থান থেকে পরিযায়ী শ্রমিকের ওই দলটি পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় ফিরছিলেন। একটি ট্রাকে করে তারা সকলে আসছিলেন। শনিবার ভোরে আউরাইয়ার কাছে ওই ট্রাকে ধাক্কা মারে একটি লড়ি, ঘটে যায় মর্মান্তিক এই দূর্ঘটনা। ঘটনার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দপ্তর থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী আউরাইয়ার ঘটনার উপর নজর রাখছেন। আহতদের সকল সুবিধা দেওয়া হবে, তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশে পরিযায়ী শ্রমিকদের উপর থেকে চলে যায় নিয়ন্ত্রণাধীন বাস। ঘটনাস্থলেই মারা যান ৬ শ্রমিক। ওইদিনই আর একটি দুর্ঘটনায় ৮ জন শ্রমিকের মৃত্যু হয়, আহত হন কমপক্ষে ৫৪ জন। গত সপ্তাহে মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকদের দেহের ওপর দিয়ে চলে যায় একটি মালবাহী ট্রেন। ঘটনায় ১৬ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। লকডাউন জারি হওয়ার পর থেকে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন শ্রমিকরা। হেঁটে, ট্রাকে চড়ে যেভাবে পারছেন তারা বাড়ি ফেরার চেষ্টা করছেন। কেউ ফিরতে পারছেন, কারও পথেই মৃত্যু হচ্ছে।

Related Articles

Back to top button