সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে জ্বলছে উত্তরপ্রদেশের একাধিক জেলা। ইতিমধ্যেই লখনৌও, গোরক্ষপুর সহ একাধিক জেলায় বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ফলে মৃত্যু হয়েছে ১১ জনের। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশে ঘটনাস্থল ঘুরে দেখতে একটি প্রতিনিধি দল পাঠাবেন বলে জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার অর্থাৎ আজ সেই প্রতিনিধি দলের উত্তরপ্রদেশ যাওয়ার কথা ছিল, ঘটনাস্থল ঘুরে দেখে নিহতদের পরিবারের সাথে দেখা করার কথা ছিল তাদের।
এই পরিস্থিতিতে আজ উত্তরপ্রদেশের ডিজিপি বলেছেন, রাজ্য জুড়ে ১৪৪ ধারা জারি থাকার জন্যে এই মুহূর্তে লখনৌও বা উত্তরপ্রদেশের কোনো অংশে রাজনৈতিক নেতাদের ঢুকতে দেওয়া হবেনা। উত্তরপ্রদেশের ডিজিপি তৃণমূলের প্রতিনিধি দলকে অনুরোধ করেছেন তারা যেন আজ লখনৌও না যান।
আরও পড়ুন : কেউ সরকারি সম্পত্তি নষ্ট করলে, তাকে গুলি করে মারা উচিত, মন্তব্য দিলীপ ঘোষের
জানা যাচ্ছে, তৃণমূলের ওই প্রতিনিধি দলে থাকার কথা ছিল প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী ছাড়াও সাংসদ প্রতিমা মণ্ডল, নাদিমুল হক, আবির বিশ্বাসের। আজকেই তাদের লখনৌও যাওয়ার কথা ছিল। রাজ্যের ডিজিপির এই নিষেধাজ্ঞা এখন তৃণমূলের প্রতিনিধি দল কেমন ভাবে গ্রহণ করে সেটাই দেখার।














