Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অভুক্ত বৃদ্ধাকে নিজের হাতে লুচি তরকারি খাইয়ে দিচ্ছেন এক পুলিশ অফিসার, ভাইরাল ছবি

Updated :  Tuesday, June 1, 2021 10:25 PM

আমরা সবাই এতদিন পুলিশের কাঠখোট্টা চেহারা দেখেই অভ্যস্ত। পুলিশ চোর গুন্ডাদের পাকড়াও করে তাদের শাস্তি দেয়। কিন্তু এই পুলিশের একটি অন্য রূপ এবারে সামনে এলো যা আমাদের মন একেবারে কেড়ে নিয়েছে। একটি ছবি সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে যেখানে আমরা দেখছি একজন পুলিশ একজন বৃদ্ধাকে সবজির তরকারি দিয়ে লুচি খাইয়ে দিচ্ছে। ছবিটিতে পুলিশের মানবিক ভূমিকা আমাদের আবেগাপ্লুত করে দিয়েছে। তার পাশাপাশি এই ছবিটি পুলিশের প্রতি আমাদের সম্মান আরো বৃদ্ধি করে বৈকি।

সোশাল মিডিয়ায় পুলিশের এই ছবিটি আপলোড করেন রিঙ্কু হুডা নামক এক টুইটার ব্যবহারকারী। তিনি এই ছবিটি আপলোড করে ক্যাপশন দেন, “পুলিশের আরো একটি রূপ #স্যালুট”। এই ছবির মাধ্যমে তিনি পুলিশের একটি মানবিক দিক তুলে ধরেছেন সকলের সামনে যা আমরা তেমন একটা খেয়াল করিনা কোনদিন। এই ছবিটি তোলা হয়েছে একটি পুলিশ স্টেশনের বাইরে এবং এখানে একজন পুলিশ হাসিমুখে একজন বৃদ্ধার মুখে লুচি এবং তরকারি তুলে দিচ্ছেন।

বৃদ্ধাটিও ওই পুলিশের দিকে সম্মানের চোখে তাকিয়ে আছেন। এর আগেও পুলিশের মানবিক দিক আমরা দেখেছি একাধিক ভাইরাল ভিডিও এবং ছবিতে। গত সপ্তাহে তেলেঙ্গানায় এক পুলিশ অফিসার তার নিজের লাঞ্চ বক্স দুই ভিক্ষুক বাচ্চার হাতে তুলে দিয়েছিলেন। পঞ্জাগুটটা পুলিশ স্টেশনের সিরুপঞ্জি মহেশ কুমার রাস্তায় ডিউটি করছিলেন। সেই সময় তিনি ওই দুই শিশুকে ভিক্ষা করতে দেখেন। সেই সময় তিনি ওই দুটি বাচ্চার হাতে নিজের লাঞ্চ বক্সটি তুলে দেন। তিনি হয়ত সারাদিন কিছু খেতে পারেননি, কিন্তু তার এই অসাধারণ কাজটির জন্য তাকে সম্মান জানানো উচিত।

আর এবারে ভাইরাল হওয়া ছবিতে থাকা এই পুলিশ অফিসারের জন্যেও একই রকম সম্মান দেখানো উচিত। তিনি বৃদ্ধাটিকে নিজের খাবার নিজে না খেয়ে তুলে দিয়েছিলেন। পুলিশের মধ্যেও অনেক ভালো মানুষ এখনো আছেন, যারা সত্যি মানুষের ভালো করতে চান। তাই তাদের মত মানুষকে সম্মান জানাচ্ছে নেটিজেন সমাজ।