হুগলি: দেশে করোনা পরিস্থিতির কারণে দেশ থেকে বহুদূরে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের আসর বসলেও শুরু থেকেই দেশে চলছে রমরমিয়ে ক্রিকেট বেটিং-এর ঘটনা। কিছুদিন আগেই কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বেটিং চক্র ধরেছিল কলকাতা পুলিশ। আর এবার হুগলির কোন্নগরে বেটিং চক্রের পর্দাফাঁস করল উত্তরপাড়া থানার পুলিশ। গ্রেফতার করা হয় আটজনকে।
গতকাল, সোমবার মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ ছিল। আর সেই ম্যাচকে ঘিরেই চলছিল বেটিং। কোন্নগরের ধর্মভাঙা এলাকার একটি বাড়িতে এই বেটিং-এর কাজ চলছিল। কোন দল জিতবে, তা নিয়েই বেটিং চলছিল বলে জানা গিয়েছে। গোপনে এমন খবর পেয়ে অভিযান চালায় উত্তরপাড়া থানার পুলিশ। তারপর হাতেনাতে ওই আটজনকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে টাকা এবং মোবাইল নোটবুক। স্থানীয়দের থেকে অভিযোগ পেয়েই গোপনে অভিযান চালিয়েছিল উত্তরপাড়া থানার পুলিশ। আর সেই অভিযানে কার্যত সফলতা পেয়েছেন তারা। আজ, মঙ্গলবার ধৃতদের শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। এই বেটিং চক্রের পেছনে কোন বড়সড় মাথার হাত আছে কিনা, তা খতিয়ে দেখছে উত্তরপাড়া থানার পুলিশ।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside