ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। ভারতীয় রেল বর্তমানে দেশবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের নতুন নতুন অত্যাধুনিক প্রযুক্তি আনছে। আর তার উদাহরণ হল গোটা ভারতে বন্দে ভারত ট্রেনের রুট চালু করা। বাংলাও পেয়েছে বেশ কয়েকটি সুপার স্পেশাল বন্দে ভারত। তবে এবার যেন বাংলার ভাগ্য খুলে গেল। জানা গিয়েছে, আরও ৩ টি সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে বাংলা।
বর্তমানে বাংলার বুকে চলছে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। এছাড়া সম্প্রতি চলতি মাসেই নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে পারে। তারইমধ্যে এল আরও বড় সুখবর। শীঘ্রই আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে পশ্চিমবঙ্গ। এছাড়া একটি বন্দে ভারত চালুর জন্য কাজ জোরকদমে শুরু হয়ে গেছে। এই বাংলা কোন ৩ রুটে নতুন বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে? জানুন বিস্তারিত প্রতিবেদনের শেষ অংশে।
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানান, ভারতীয় রেলের ‘মিশন রাফতার’-র আওতায় পশ্চিমবঙ্গ থেকে আরও কয়েকটি সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে। শীঘ্রই পশ্চিমবঙ্গ কমপক্ষে আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে। সেগুলি হাওড়া-পুরী, হাওড়া-রাঁচি এবং হাওড়া-বারাণসী রুটে চালানো হবে। প্রসঙ্গত উল্লেখ্য, হাওড়া রাঁচি বন্দে ভারত শালিমার থেকেও ছাড়তে পারে।