নিউজদেশরাজ্য

Vande Bharat express manufacturing: উত্তরপাড়ায় তৈরি হবে ৮০টি স্লিপার ক্লাস বন্দে ভারত, দু বছরের মধ্যেই চলে আসবে প্রথম ট্রেন

উত্তরপাড়ায় তৈরি হতে চলেছে ভারতের এই সেমি হাই স্পিড ট্রেন

Advertisement

উত্তরপাড়ায় তৈরি হতে চলেছে এবারে স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেস। সূত্রের খবর আগামী ৬ বছর হুগলির উত্তরপাড়ায় ৮০টি স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের বেশিরভাগ অংশ তৈরি করা হবে। ধাপে ধাপে রেলের সেমি হাই স্পিড ট্রেন তুলে দেবে টিটাগর ওয়াগন লিমিটেড। আগামী ২৪ মাসের মধ্যে কমপক্ষে প্রথম বন্দে ভারতে এক্সপ্রেস দিতে হবে বলে সূত্রের খবর। উত্তরপাড়ার কারখানায় যে বন্দে ভারত এক্সপ্রেস তৈরি হবে, যৌথভাবে তার বরাত পেয়েছে টিটাগড় ওয়াগন লিমিটেড এবং রাষ্ট্রীয়ত্ব সংস্থা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড অর্থাৎ ভেল। স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করার জন্য এবং রক্ষণাবেক্ষণের জন্য মোট ২৪ হাজার কোটি টাকার বরাত মিলেছে। আর এই ট্রেন তৈরি করার জন্য ১০ হাজার কোটি টাকার চুক্তি হয়েছে।

৩৫ বছরের জন্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছে টিটাগর এবং ভেল। প্রতিটি স্লিপার ক্লাস বান্দে ভারত এক্সপ্রেস তৈরি করতে খরচ পড়বে ১২০ কোটি টাকার মতো। তারপরে ধাপে ধাপে বাকি স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেস হাতে পাবে ভারতীয় রেল। তবে স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেস এর পুরোটা উত্তরপাড়ায় তৈরি হবে না। সূত্রের খবর, বন্দে ভারত এক্সপ্রেস এর মূল যে অংশ রয়েছে, সেগুলি তৈরি হবে উত্তরপাড়ার টিটাগর ওয়াগান লিমিটেডের কারখানায়। অন্যদিকে বাকি অংশগুলি অর্থাৎ ইলেকট্রনিক্স এবং প্রপালশন সিস্টেম তৈরি হবে বেঙ্গালুরু ভেলের কারখানায়।

উল্লেখ্য, বন্দে ভারত এক্সপ্রেস তৈরি এবং রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় সর্বনিম্ন দর দেয় টিটাগড় ওয়াগনস লিমিটেড এবং BHEL। যৌথভাবে সর্বনিম্ন দর দেয় রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড (RVNL) এবং রাশিয়ার সংস্থা সিজেএসসি ট্রানম্যাশহোল্ডিং। ওই দুই সংস্থা যৌথভাবে ১২০ টি বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করবে। সেটাও ছয় বছরের মধ্যে রেলের হাতে তুলে দেওয়া হবে।

Related Articles

Back to top button