এবার দেশে প্রথমবারের মতো নয়টি বন্দে ভারত এক্সপ্রেস একসাথে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৪ শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের একসাথে সবুজ পতাকা দেখাতে চলেছেন। এই সমস্ত ট্রেন গুলি বিভিন্ন রাজ্যজুড়ে চলবে বলে জানা যাচ্ছে। এর আগে ৭ জুলাই গোরখপুর লখনৌ বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছিল। তবে এবারে দুই মাস পর একই সঙ্গে নয়টা বন্দে ভারত এক্সপ্রেস একসাথে উদ্বোধন করা হবে। রেলমন্ত্রক জানিয়েছে এই নয়টি বন্দে ভারত এক্সপ্রেসে নতুন রং দেওয়া হতে চলেছে। ভারতের প্রথম গেরুয়া রংয়ের নতুন চেহারার এই বন্দে ভারতে চলবে ভারতের কাসারগড় থেকে ত্রিবান্দ্রম এর মধ্যে। এছাড়াও আটটি বন্দে ভারত হবে নীল রঙের।
রেলমন্ত্রক জানিয়েছে এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস চলবে জয়পুর থেকে উদয়পুর, পাটনা থেকে হাওড়া, রাঁচি থেকে হাওড়া, হায়দ্রাবাদ থেকে চেন্নাই, চেন্নাই থেকে তিরুনেলভেলি, ইন্দোর থেকে জয়পুর, পুরী থেকে রাউলকেলা, জয়পুর থেকে চণ্ডীগড়, আমেদাবাদ থেকে জামনগরের মধ্যে।
উদ্বোধনের সময় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজস্থান অথবা উড়িষ্যায় উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যে ২৫টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। দেশের বিভিন্ন শহরের মধ্যে এই সমস্ত ট্রেন চলাচল করছে। এছাড়াও নয়টি বন্দে ভারত এক্সপ্রেস যদি যোগ হয় তাহলে মোট বন্দে ভারত এক্সপ্রেস এর সংখ্যা হবে ৩৪। এছাড়াও ৬৮ ধরনের পরিষেবা শুরু করা হবে এই সমস্ত ট্রেনের মাধ্যমে।