Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পুজোর আগেই সুখবর! কম খরচে হাওড়া থেকে ছুটবে গরিবের ‘বন্দে ভারত’, জানুন কোন রুটে – VANDE BHARAT TRAIN

Updated :  Wednesday, September 20, 2023 9:27 AM

এই মুহূর্তে ‘বন্দে ভারত’ ভারতীয় রেলওয়ের অন্যতম চর্চিত এক্সপ্রেস ট্রেন। তবে এই ট্রেন বেশ কিছুটা ব্যয়বহুল হওয়ায় সাধারণ যাত্রীদের পক্ষে তা বহন করা সম্ভব হচ্ছিল না। তবে এই ট্রেন ভারতে লঞ্চ করার পর থেকেই সমস্ত রাজ্যের মানুষরাই চাইছেন তাদের রাজ্য থেকে চলুক ‘বন্দে ভারত’। ইতিমধ্যেই দেশের একাধিক জনপ্রিয় রুটে ছুটে চলেছে এই এক্সপ্রেস। তবে দেশের প্রতিটি অংশের সাথে বান্দে ভারতকে যুক্ত করার জন্য যুদ্ধকালীন প্রস্তুতি নিচ্ছে এই ভারতীয় রেলওয়ে।

এই এক্সপ্রেস ট্রেনে চড়ার ইচ্ছা রয়েছে ভারতের সমস্ত শ্রেণীর যাত্রীদেরই। তবে ব্যয়বহুল হওয়ায় অনেকসময় তা সম্ভব হয়ে উঠছে না। তবে এবার সেইসমস্ত যাত্রীদের জন্য পূজোর আগেই সুখবর নিয়ে এসেছে ভারতীয় রেলওয়ে। জানা যাচ্ছে, কম খরচায় হাওড়া থেকেই জনপ্রিয় রুটে সাধারণদের জন্য ছুটবে এসিবিহীন ‘বন্দে ভারত’। এসি না থাকলেও এই ট্রেনে যে প্রযুক্তির অভাব লক্ষ্য করা যাবে না, তেমনটাই জানা গেছে।

রেল যাত্রীদের কথা মাথায় রেখেই এই সেমি হাই স্পিড এক্সপ্রেস ট্রেন চালানো হচ্ছে দেশে। তবে এবার দেখার বিষয় যাতে সব ধরনের মানুষরাই নিজেদের সামর্থ্য মতো এই ট্রেনে যাত্রী হতে সক্ষম হন। আর খুব শীঘ্রই এটি যে বাস্তবায়িত হতে চলেছে, তা আলাদাভাবে উল্লেখ না করলেও চলবে।

দুর্গাপূজা শেষেই লঞ্চ হবে এই সাধারণের ‘বন্দে ভারত’। আইসিএফ-এর জেনারেল ম্যানেজার বি জি মাল্য জানিয়েছেন, এসি বিহীন হবে ট্রেনগুলি। এই ট্রেনে বর্তমান থাকবে ২২’টি কোচ। এই পুশ-পুল ট্রেনে লোকোমোটিভও থাকবে। আগামী ৩১-শে অক্টোবরের আগেই লঞ্চ হবে এই ট্রেন।

ভারতীয় রেলওয়ের তরফ থেকে রুট সম্পর্কে কোন স্পষ্ট ঘোষণা না করলেও ৪-টি সম্ভাব্য রুটের প্রসঙ্গ প্রকাশ্যে এসেছে। হাওড়া-নয়াদিল্লি, পটনা-নয়াদিল্লি, মুম্বাই-নয়াদিল্লি ও হায়দ্রাবাদ-নয়াদিল্লিতেই ছুটবে এই ট্রেন। তবে এর পাশাপাশি ‘বন্দে মেট্রো’ ও ‘বন্দে স্লিপার’ও আসতে চলেছে দেশে। অন্দাজ অনুযায়ী, ২০২৪-এর জানুয়ারিতে ১২ কোচের ‘বন্দে মেট্রো’ এবং ২০২৪-এর মার্চেই লঞ্চ হবে ‘বন্দে ভারত স্লিপার’।