কলকাতা থেকে এবারে বিলাসবহুল বন্দে ভারত এক্সপ্রেসে করে বেড়াতে যেতে পারবেন ভারতের বিভিন্ন প্রান্তে। পাহাড় হোক অথবা সমুদ্র, সব স্থানেই যাওয়া যাবে এই বিশেষ ট্রেনের মাধ্যমে। বিলাসবহুল বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে হাওড়া স্টেশন থেকে। কেন্দ্রীয় রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই হাওড়া থেকে তিনটি রুটের জন্য বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উত্তরবঙ্গে বেড়াতে যাবার জন্য নিউ জলপাইগুড়ি পর্যন্ত ছাড়বে বিলাসবহুল এই এক্সপ্রেস ট্রেন। এছাড়াও পুরীর সমুদ্র সৈকত কিংবা ঝাড়খণ্ডের রাঁচিতে যাওয়ার জন্য আপনি এই বিলাস বহুল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ব্যবহার করতে পারবেন। এমনিতেই পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষ প্রতিবছর ওড়িশা গিয়ে থাকেন। সে ক্ষেত্রে বিশেষ ট্রেন বলতে শুধুমাত্র শতাব্দী এক্সপ্রেস এর উপরে নির্ভর করতে হয় যাত্রীদের। তবে এবার সেই জায়গা নিতে পারে বন্দে ভারত। সূত্রের খবর হাওড়া-ভুবনেশ্বর রুট ছাড়াও দিল্লি-ভোপাল এবং দিল্লি চন্ডিগড় এর মধ্যে চলা শতাব্দী এক্সপ্রেসগুলিকে বদলে ফেলা হবে এই নতুন এক্সপ্রেস ট্রেনে।
ইতিমধ্যেই চেন্নাই এর ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে ৪৪টি নতুন বন্দে ভারত ট্রেন তৈরি করার চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও এই ধরনের আরও ৫৮টি ট্রেন টেন্ডারিং প্রসেসে আছে বলে জানা যাচ্ছে। যদিও ২৭টি রুটে বন্দে ভারত ট্রেন চালানো হবে, এখনো এমন কোন ঘোষণা অফিশিয়ালি করা হয়নি রেলের তরফ থেকে। তবে সূত্রের দাবি, জনশতাব্দী এবং শতাব্দীকে সরিয়ে সাতাশটি রুটে তার জায়গায় আসতে চলেছে এই ট্রেন।