Tiger Shroff:স্বাধীনতা দিবসের আগেই নতুন চমক! প্রথমবার ‘বন্দেমাতরম’ গানে কণ্ঠ মেলালেন টাইগার!

বলিউড ইন্ডাস্ট্রির বর্তমান সময়ের অন্যতম আবেদনময় অভিনেতার মধ্যে একজন হলেন টাইগার শ্রফ। একজন , গুড লুকিং দক্ষ অভিনেতা হওয়ার পাশাপাশি বলিউডে তিনি একজন দক্ষ৷ ও সফল নৃত্যশিল্পী হিসেবেও বেশ খ্যাত। নিত্যদিন…

Avatar

By

বলিউড ইন্ডাস্ট্রির বর্তমান সময়ের অন্যতম আবেদনময় অভিনেতার মধ্যে একজন হলেন টাইগার শ্রফ। একজন , গুড লুকিং দক্ষ অভিনেতা হওয়ার পাশাপাশি বলিউডে তিনি একজন দক্ষ৷ ও সফল নৃত্যশিল্পী হিসেবেও বেশ খ্যাত। নিত্যদিন নিয়মিত শরীরচর্চার মাধ্যমে তিনি সকলকে নিজের ফিটনেসে মাত দিতে পারেন। অভিনয়, নাচ আর ফিটনেস ছাড়াও ভলিবল, বাস্কেটবলের মতো নানা ধরণের খেলাধূলাতেও এক্সপার্ট বলিউডের এই মোস্ট হ্যান্ডসাম অভিনেতা।

সামনেই স্বাধীনতা দিবস! স্বাধীনতা দিবসের আগে অনুরাগীদের জন্য নতুন উপহার দিতে চলেছেন টাইগার শ্রফ। এতদিন টাইগার নাচ আর অভিনয় দিয়ে সকলের মন জয় করেছিলেন। এবার তিনি গায়ক হিসেবে সকলের সামনে আসছেন। হ্যাঁ এটাই সত্যি। দেশাত্মবোধক গান গাইতে দেখা যাবে টাইগার শ্রফকে। স্বাধীনতা দিবসের আগেই মুক্তি পেল অভিনেতা টাইগার শ্রফের হিন্দি ট্র্যাক ‘বন্দেমাতরম’-এর টিজার।

Tiger Shroff:স্বাধীনতা দিবসের আগেই নতুন চমক! প্রথমবার 'বন্দেমাতরম' গানে কণ্ঠ মেলালেন টাইগার!

সেখানেই এই নতুন চমক। প্রথমবার নিজের গলায় হিন্দি গান গাইলেন টাইগার। অভিনেতার গলায় গানের দুকলি শুনে মুগ্ধ হয়ে যান নেটিজেনরা। শুধু এই মিউজিক ভিডিয়োতে অভিনেতা গান গাইবেননা পাশাপাশি অভিনেতাকে নাচতেও দেখা যায়।শুক্রবার এই গানের প্রথম ঝলক নিজের সোশ্যাল মিডিয়ার পেজে নিনেই শেয়ার করেন টাইগার। ক্যাপশনে লিখেছেন, ‘প্রথমবার এই ধরনের গান গাওয়ার চেষ্টা করলাম আমি। খুব উচ্ছ্বসিত এবিষয় আমি। আবার নার্ভাসও লাগছে। এটা শুধুমাত্র একটা গান নয়। বরং আবেগ। যা স্বাধীন ভারতে উদযাপন করা হয়। আমার দেশ, আমার জন্মভূমিকে উৎসর্গ করে এই গানটা শেয়ার করতে পেরে আমি কৃতজ্ঞ’।


 

পাশাপাশি অভিনেতা এও জানান, নতুন গানের ভিডিয়োটি আগামী ১০ই অগস্ট মুক্তি পাবে। কৌশল কিশোরের লেখায় বিশাল মিশ্রর কম্পোজিশনে জ্যাকি পুত্র গান গেয়েছে এই গান। মিউজিক ভিডিয়ো পরিচালনার দায়িত্বে ছিলেন কোরিওগ্রাফার রেমো ডিসুজা। উল্লেখ্য, এই প্রথম হিন্দি গান গাইলেও এর আগে দু’বার ইংরেজি গানে গলা মিলিয়েছিলেন টাইগার। এখন বহু অনুগামী টাইগারের নতুন গান শোনার জন্য বেশ উত্তেজিত।