Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Vastu Tips For Money: এই কাজগুলি ভুলেও করবেন না, করলেই রুষ্ট হবেন মা লক্ষ্মী, ঘরে দারিদ্র্য ছড়িয়ে পড়বে

Updated :  Tuesday, January 17, 2023 11:14 AM

জ্যোতিষশাস্ত্র ও বাস্তু মতে, ঘরে মা লক্ষ্মীকে আহ্বান জানানোর আগে আবশ্যিকভাবে কয়েকটি কাজ করা বন্ধ করতেই হবে। মাথায় রাখতে হবে মা লক্ষ্মীর সন্তুষ্টির কথাও। আর তা নাহলেই গৃহস্থ ঘরে নেমে আসবে দারিদ্র্যের ছায়া। সম্প্রতি এই নিবন্ধে সেই প্রসঙ্গেই আলোচনা করা হল। জেনে নিন বিস্তারিতভাবে।

১) মিথ্যা কথা বলা- মিথ্যা কথা বলা বা কাউকে প্রতারণা করা একেবারেই অপছন্দ মা লক্ষ্মীর। যারা এমন কাজ করে থাকেন তারা কখনোই সুখী হতে পারেন না। মা লক্ষ্মীকে অসন্তুষ্ট করে সমৃদ্ধির ছায়ায় থাকা সম্ভব নয়।

২) অন্যকে শোষন করা- যারা অন্যকে কষ্ট দেন কিংবা শোষণ করেন তারা কখনোই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারেন না। কারন অন্যকে শোষণ করে কিংবা কারোর কাছ থেকে কিছু কেড়ে নিয়ে ধনী হওয়া গেলেও সেই সুখ খুব বেশিদিন বজায় থাকে না। কিছু সময়ের মধ্যেই দেখা দেয় অভাব।

৩) খাবার নষ্ট করা- বিনা কারণে খাবার নষ্ট করা একেবারেই পছন্দ নয় মা লক্ষ্মীর। অতএব বলাই যায়, যারা কারণে অকারণে অন্ন নষ্ট করে থাকেন তারা কখনোই সমৃদ্ধির মুখ দেখতে পাবেন না। কারণ অন্ন মা লক্ষ্মীরই দান।

৪) সন্ধ্যায় ঘর পরিষ্কার- সন্ধ্যাবেলা মা লক্ষ্মীর আগমনের সময়। তাই এই সময়ে কখনোই ঘর পরিষ্কার করা উচিৎ নয়। কারণ এতে মা লক্ষ্মী রুষ্ট হন। সুতরাং সূর্যাস্তের আগেই ঘর পরিষ্কারের যাবতীয় কাজ সেরে রাখাই শ্রেয়।

৫) রাতে রান্নাঘর নোংরা রাখা- রাতে কখনোই রান্নাঘর নোংরা করে রাখা উচিৎ নয়। এঁটো বাসন সারারাত রেখে দেওয়াও অনুচিৎ। কারণ রাতে রান্নাঘর নোংরা করে রাখলে মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণা রুষ্ট হন। বাস্তু মতেও গৃহস্থ ঘরে নানা ত্রুটি দেখা দেয়। বিরাজ করে নেতিবাচক শক্তিও। অতএব, এই কাজ অবিলম্বে বন্ধ করাই শ্রেয়।