জ্যোতিষ

ভগবনের উদ্দেশে ঘিয়ের প্রদীপ না তেলের প্রদীপ জ্বালাবেন, জেনে নিন বাস্তু শাস্ত্রে

Advertisement

এখন বাসন্তী পুজো বা নবরাত্রি চলছে। আজ আমরা নবরাত্রির বাস্তুশাস্ত্রে প্রদীপ নিয়ে আলোচনা করব। কোথায় এবং কি জন্য বাতি রাখা উচিত? প্রদীপ হতে হবে ঘি না তিলের তেলের তেলের? আসুন জেনে নেয়া যাক।

আমরা পুজা করে থাকি নিজের মনের শান্তি ও সকলের মঙ্গলার্থে। মঙ্গল কামনায় করা পূজায় আমরা অনেক কিছু উৎসর্গ করে থাকি। দেবতাদের উদ্দেশ্যে উভয় প্রকার প্রদীপ জ্বালানো হয়। তেমনই প্রদীপ ও জ্বালানি হয় সব পুজোতেই। জেনে নিন কোন দিকে কিসের প্রদীপ দিকে মঙ্গল হবে। ঘি প্রদীপটি দেবতার ডান দিকে অর্থাৎ আপনার বাম হাতে এবং তিলের তেলের প্রদীপটি দেবতার বাম দিকে অর্থাৎ আপনার ডান হাতে রাখতে হবে।

ঘি প্রদীপে সাদা উল্লম্ব সলতে ব্যবহার করতে হবে, আর তিলের তেলে লাল সলতে করতে হবে। ঘি প্রদীপ দেবতাকে উৎসর্গ করা হয় এবং তিলের তেলের প্রদীপ আপনার ইচ্ছা পূরণের জন্য।প্রয়োজনে আপনি একটি বা উভয় প্রদীপ জ্বালাতে পারেন। এটি বাড়ির বাস্তুর অগ্নি উপাদানকে শক্তিশালী করবে।

Related Articles

Back to top button