Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সাতপাকে বাঁধা পড়ছেন ক‍্যাটরিনা, সেজে উঠছে সলমনের ঘর

Updated :  Friday, April 2, 2021 10:02 AM

চলতি বছরের গোড়ায় একসঙ্গে আলিবাগে ছুটি কাটাতে গিয়েছিলেন ভিকি কৌশল (vikki kaushal) ও ক‍্যাটরিনা কাইফ (Katrina kaif)। এর আগে সলমন খান (salman khan)-এর সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন ক্যাটরিনা। ফলে সলমনের এখনও দূর্বলতা রয়েছে তাঁর প্রতি। এই কারণে সলমনের পনভেল ফার্ম হাউস গোপনে সেজে উঠছে।

সাতপাকে বাঁধা পড়ছেন ক‍্যাটরিনা, সেজে উঠছে সলমনের ঘর

তবে সলমনের বিয়ে নয়। বিয়ে হতে চলেছে ভিকি ও ক্যাটরিনার। তাঁদের জুটির নাম দেওয়া হয়েছে ‘বিকট’। সলমনের পনভেল ফার্ম হাউসে হবে এই বিয়ে। অনুষ্ঠানের হোস্ট থাকছেন সলমন ও ইউলিয়া ( iulia bhantour)। সানি (sunny kaushal) ও ইসাবেলা (Issabela kaif) অতিথিদের খাবার পরিবেশন করবেন। অতিথিদের স্টার্টার ও কফি পরিবেশন করবেন রণবীর কাপুর (Ranbir kapoor) ও আলিয়া ভাট (Alia bhatt)।

আরেএএএএএএ…, এপ্রিল ফুল হ্যায়। ইতনা তো বনতা হ্যায় ইয়ার। জীবনে হাসিখুশি থাকাটাও জরুরী। এই ‘বিকট’ বিয়ে হোক আর না হোক, একটু গসিপ হল আর কি! কুল, ইট’স লাইফ, কিপ স্মাইলিং, বি হ্যাপি।