বলিউড ইন্ডাস্ট্রির তারকাখচিত বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত সম্পর্ক এবং কিছু কার্যকলাপ মাঝেমাঝেই টপ ট্রেন্ডে পরিণত হয়। গ্ল্যামার ওয়ার্ল্ডের ঝকমকে জীবনে থাকা তারকারা কখন কবে কি করবেন সেই নিয়ে বেশ উত্তেজিত থাকেন তাঁদের অনুরাগীরা। বেশ কিছুদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল জুটি। তারপর থেকেই সোশ্যাল মিডিয়াতে দেখা মেলে এই জুটির একসাথে কাটানো কিছু মিষ্টি মুহূর্তের ছবি। মোটামুটি তারা ছবি পোস্ট করলেই মুহুর্তের মধ্যে তা ইন্টারনেট দুনিয়াতে ভাইরাল হয়ে যায়।
ক্যাটরিনা কাইফ বা ভিকি কৌশলকে চেনেন না এমন মানুষের সংখ্যা এই ভারত ভূখন্ডে হয়তো নেই। বিদেশের মাটিতেও তাদের জনপ্রিয়তা কিছু কম নয়। তাইতো এই জুটির মিষ্টি প্রেমের কাহিনী থেকে শুরু করে বিয়ের পিঁড়িতে বসা অব্দি সমস্ত খবর নখদর্পনে ছিল নেটিজেনদের। এমনকি বিয়ের পর এই জুটি কখন কোথায় যাচ্ছেন বা তাদের জীবন কেমন চলছে, সেই নিয়ে মাঝে মাঝেই আলোচনা হয় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে।
ভিকি কৌশল সম্প্রতি মুম্বাইয়ে ৬৮ তম ফ্লিমফেয়ার অ্যাওয়ার্ডে অংশগ্রহণ করেছিলেন। সেখানে তিনি জানান যে তাঁর স্ত্রী ক্যাটরিনা পাঞ্জাবিতে কিছু কথা বললেই তিনি খুব খুশি হয়ে যান। ক্যাটরিনার মুখে পাঞ্জাবি শুনে অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় হন তিনি। এছাড়া তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল বিয়ে করা নিয়ে কি পরামর্শ দিতে চান তিনি? উত্তরে ভিকি কৌশল জানান তার যেহেতু মাত্র দেড় বছর বিয়ে হয়েছে তাই তিনি পরামর্শ নেওয়ার দলে পড়েন। তবে তিনি শেষ পর্যন্ত বলেছেন সবচেয়ে ভালো পরামর্শ হলো বিয়ে করে নেওয়া।














David Beckham’s Former Assistant Reacts to Brooklyn Beckham’s Bombshell Statement