Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ক্যাটরিনাকে ছেড়ে এই সুন্দরীর কোলে ভিকি কৌশল, তারপর দুজনে একসঙ্গে করলেন এই কাজ, দেখুন ছবি

Updated :  Saturday, December 3, 2022 9:53 AM

গতবছর ডিসেম্বর মাসে রাজস্থানে গোপনীয়তা বজায় রেখেই ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধবদের উপস্থিতিতেই নিজেদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়ের আগে থেকে শুরু করেই কারণে-অকারণে চর্চায় থাকতেন মিডিয়াতে। তবে বলই বাহুল্য, বিয়ের পর থেকে এই তারকা জুটিকে যেন আরো বেশি করে মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকতে দেখা যায়। তবে বিয়ের একবছর পার হতে না হতেই অন্য এক সুন্দরী বলি ডিভার সাথে রোমান্টিক হলেন ভিকি কৌশল।

শেহনাজ গিল নামটা খুব একটা অপরিচিত নয় বর্তমান প্রজন্মের কাছে। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকমহলে এক বিপুল পরিচিতি অর্জন করেছেন তিনি। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে ভালো গায়িকাও, তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার একাধিক ঝলক মিলবে। তবে এই মুহূর্তে ভিকি কৌশলের সাথে বেশ কিছু ছবি শেয়ার করেই মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ক্যাটরিনা, ভিকি ও শেহনাজ।

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় শেহনাজের সাথে ভিকি কৌশলের একাধিক ছবি ভাইরাল হয়েছে। যেখানে তাদের কখনো বসে আবার কখনো দাঁড়িয়ে পোজ দিতে দেখা গিয়েছে। এদিন অভিনেত্রী হলুদ রঙের একটি পোশাকে দেখা দিয়েছেন। পাশাপাশি অভিনেতাও ছাই ও হলুদ রঙের মানানসই পোশাকে ছিলেন। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলির সূত্র ধরে অনেকধরনের কথাই শোনা যাচ্ছিল নেটমহলে। তবে সেসব যে সত্যি নয়, তা অবশ্য ছবিগুলিতে ও ক্যাপশনে নজর রাখতেই স্পষ্ট হবে।

উল্লেখ্য, ‘দেশি ভাইবস্ উইথ শেহনাজ গিল’এর শুটিং ফ্লোরেই এদিন একসাথে দেখা গিয়েছিল তাদের। সম্ভবত এটি একটি টকশো। মূলত এদিন নিজের নতুন ছবি ‘গোবিন্দা নাম মেরা’র প্রচারের খাতিরেই শেহনাজের এই শোতে উপস্থিত ছিলেন ভিকি কৌশল। আর সেই সূত্রেই একসাথে তারা একাধিক ছবি তুলেছিলেন শোয়ের প্রচারের খাতিরে। অভিনেত্রী এই মুহূর্তে সেইসমস্ত ছবিগুলি শেয়ার করার মাধ্যমেই নিজের ভালোলাগার কথার পাশাপাশি অভিনেতাকে শুভেচ্ছাবার্তাও দিয়েছেন তার ছবির জন্য। এর আগে তার এই শোতে আয়ুষ্মান খুরানা ও রাজকুমার রাওয়ের মত অভিনেতাদেরও দেখা মিলেছে।