সোশ্যাল মিডিয়াতে আমরা মাঝেমধ্যেই নানান ধরনের ভাইরাল ভিডিও দেখে থাকি। কিছু থাকে যেমন বিনোদনমূলক ভিডিও আবার কিছু থাকে দেশাত্মবোধক কিংবা কোন অন্যরকম ভিডিও। তবে সোশ্যাল মিডিয়াতে যেটা সবথেকে বেশি চলে সেটা হল বিনোদনমূলক ভিডিও এবং এর মধ্যে কে সবথেকে বেশি গানের এবং নাচের ভিডিও। গান এবং নাচ হলো এমন একটি জিনিস যা খুব সহজেই মানুষের সাথে কানেক্ট করতে আপনাকে সাহায্য করে।
আর সেই গান বা মিউজিক যদি কোন সেলিব্রিটি পড়ে তাহলে তো আর কোন কথাই নেই। আমরা এর আগেও দেখেছি পশ্চিমবঙ্গ এবং বলিউডের বহু শিল্পীরা নিজেরা কিন্তু গান গাইতে পারেন। তাদের কাছে এবং অন্যান্য ধরনের ভিডিও নানা সময় কিন্তু ভাইরাল হয়ে থাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এরকম ভাবেই জনপ্রিয়তার শিখরে একজন বলিউড তারকা। তবে তিনি শুধুমাত্র বলিউড তারকা নন, তার মধ্যে একাধিক প্রতিভা রয়েছে।
কথা বলা হচ্ছে বলিউড অভিনেতা ভিকি কৌশল কে নিয়ে। অভিনয় তো দারুন করেন, তার পাশাপাশি তিনি কিন্তু একজন দুর্দান্ত সীতার বাদক। এছাড়াও, তানপুরা, বীণার মতো একাধিক বড় বাদ্যযন্ত্র তিনি বাজিয়ে থাকেন। এবারে ভাইরাল হওয়া এই ভিডিওতে আমরা তাকে দেখতে পাচ্ছি সেরকম একটি বাদ্যযন্ত্র বাজাতে। তবে তার সাথে সবথেকে আকর্ষনীয় বিষয়টি হলো, তিনি সেই বাদ্যযন্ত্রে দেশাত্মবোধক গানের সুর তুলেছেন।
সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ভাইরাল হওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ভিকি কৌশল সেতারে দেশ মেরে গানটির সুর বাজিয়ে সকলকে শুনিয়েছেন। গতকালই ভারতে পালিত হয়ে গেল ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। এরকম একটি সময়ে এরকম একটি গান ভাইরাল হয়ে যাওয়া এরকম ভিকির জন্য বড় বিষয়, তেমনি কিন্তু তার ভক্তদের জন্য বেশ আকর্ষণীয়। চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিও।














A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’