অফবিট

শঙ্খ বাজিয়ে বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্যে এই বাঙালি যুবক

Advertisement

কৌশিক পোল্ল্যে: শঙ্খ আমাদের প্রত্যেকের পরিবারের পূজাসামগ্রীর একটি অঙ্গ ও বাদ্যযন্ত্রবিশেষ। কোনো কিছু শুভকাজের সূচনাও হয় এই শঙ্খবাদনের মাধ্যমে। বিবাহ থেকে অন্নপ্রাশন, পূজাঅর্চনা থেকে উপনয়ন, শঙ্খধ্বনি এসকল ক্ষেত্রে অপরিহার্য। বাড়ির মেয়েদেরই সাধারনত শাঁখ বাজাতে দেখা যায়, তবে শুনলে অবাক হবেন, এই শাঁখ বাজিয়েই বিশ্বরেকর্ড করার দৌড়ে রয়েছেন একজন যুবক। একটানা অনেকক্ষন সময় ধরে শাঁখ বাজাতে অত্যন্ত পারদর্শী তিনি।

বাঁকুড়ার হাঁড়িভাঙা গ্রামের বাসিন্দা এই যুবকের নাম অসীম মাঝি। এগারো বছর আগে থেকেই তিনি নিয়মিত অভ্যাস করে আসছেন শঙ্খবাদন। তিনি একনাগাড়ে 1 ঘন্টা 7 মিনিট 8 সেকেন্ড শঙ্খ বাঁজিয়ে এক রেকর্ড সৃষ্টি করেছেন। এখন এই প্রতিভাই তিনি তুলে ধরতে চান গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের খাতায়।

আরও পড়ুন : ভিড় ট্রেনে অবিকল রফির গলার গেয়ে উঠলেন এক ব্যক্তি, মুহুর্তের মধ্যে ভাইরাল ভিডিও

অসীম জানালেন, তাদের আর্থিক অবস্থা খুব সচ্ছল নয়, তার বাবা পেশায় একজন কৃষক। তিনি ছোটবেলা থেকেই শঙ্খবাদন ভালোবাসতেন এবং গ্রামের প্রতিযোগিতায় প্রথম হতেন। এরপর এই নেশাকেই বশীভূত করে শাঁখ বাজানোর টাইমিং আরও বাড়াতে লাগলেন এবং তার সর্বোচ্চ রেকর্ডটি 1 ঘন্টা 7 মিনিট এবং 8 সেকেন্ডের। অসীমের এই প্রতিভা সারাবিশ্বে সমাদৃত হবে এ নিয়ে আশাবাদী তিনি। গ্রামের মানুষজনও খুবই খুশি এই সুখবর পেয়ে। আবারো বিশ্বের দরবারে সেরা হিসেবে আরও এক বাঙালি স্থান পেল বলে।

Related Articles

Back to top button